দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ তামিম, হারের শঙ্কায় ভৈরহাওয়া
নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১০:৩৭ সময়
ছবি - ইপিএল
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেও সুবিধা করতে পারলেন তামিম ইকবাল, আগের ম্যাচে ১২ রান করা তামিম এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে আউট হয়েছেন ১৬ বলে ১৪ রান করেই।
ইপিএলের বড় তারকা তামিম ইকবাল, তার কাছে দলের প্রত্যাশাটাও একটু বেশিই। এদিন জয়ের জন্য ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের লক্ষ্যটাও ছিল বড়। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ফিরে যান ওপেনার প্রদীপ আরে, তার ব্যাট থেকে আসে ৮ বলে ২ রানের ইনিংস।
তামিমের কাধে তখন বড় দায়িত্ব, দেখেশুনে খেলতে থাকেন তিনি। তবে সাবধানী ব্যাটিংয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম, রিজান ধাকালের বলে ভ্রুটেলের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৬ বলে ৩ চারে করেন ১৪ রান।
তামিমের আউটে বিপদে পড়েছে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সও, বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২৯ রানেই হারিয়েছে ৩ উইকেট। জিততে হলে দুর্দান্ত কিছুই করতে হবে দলটিকে, উপুল থারাঙ্গা ৪ রানে ব্যাট করছেন।
এর আগে সান্দন ওয়ারাকোডির ৫৮ ও আজমাতুল্লাহ ওমারজাইয়ের ঝড়ো ৪২ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পেয়েছিলো ললিতপুর প্যাট্রিয়টস।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.