গেল সোমবার সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত সেই দল নিয়ে সন্তুষ্ট নন দেশটির অধিনায়ক বাবর আজম। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের টি-বিশ্বকাপ স্কোয়াডে তরুণ উইকেটকিপার ব্যাটার আজম খান এবং মিডল অর্ডার ব্যাটার শোয়েব মাকসুদের অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাবর আজম।
সেই প্রতিবেদন অনুযায়ী ওপেনার ফখর জামান এবং অলরাউন্ডার ফাহিম আশরাফকে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে চেয়েছিলেন বাবর আজম। তবে বাঁহাতি ওপেনার ফখরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখলে, জায়গা হয়নি অলরাউন্ডার ফাহিম আশরাফের।
[caption id="attachment_12304" align="aligncenter" width="1200"] পাকিস্তানের টি-টোয়েন্ট দল নিয়ে অসন্তুষ্ট বাবর আজম (ছবি - সংগৃহীত)[/caption]
পাকিস্তানের গণমাধ্যম বলছে, আজম খান এবং শোয়েব মাকসুদকে দলে নেওয়া কলকাঠি নেড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি রমিজ রাজা। উল্লেখ্য আজম খানকে দলে নেওয়ার পক্ষে ছিলেন সদ্য পদত্যাগ করার পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল হকও।
উল্লেখ্য, আগামী ২৪শে অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলঃ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহকারী অধিনায়ক), আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং শোয়েব মাকসুদ।
রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, ফখর জামান, উসমান কাদির
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.