বলিউডে নির্মিত হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। (ছবিঃ সংগৃহীত)
|| টুকরো খবর ||
আরও একবার ক্রিকেট নিয়ে বলিউড নির্মিত হচ্ছে সিনেমা। এবার রূপালি পর্দায় দেখা যাবে দেশটির অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প।
গুঞ্জনটা আগেই ছিল। তবে আর কোনো রাখঢাক না রেখে বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজের 'বায়োপিক' আসার বিষয়টি নিশ্চিত করলেন 'প্রিন্স অফ কলকাতা' খ্যাত স্বয়ং সৌরভ গাঙ্গুলি।
'লাভ ফিল্মস' এর প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। তবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে রণবীর কাপুর অথবা হৃত্তিক রোশনকে দেখা যেতে পারে বড় পর্দায় 'দাদা' চরিত্রে।
[caption id="attachment_45502" align="aligncenter" width="1170"] বলিউডে নির্মিত হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। (ছবিঃ সংগৃহীত)[/caption]
টুইট বার্তায় বর্তমান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি লিখেছেন, "ক্রিকেটই আমার জীবন। এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সক্ষমতা দিয়েছে। এটি ছিল দূর্দান্ত একটি যাত্রা। রোমাঞ্চিত যে, লাভ ফিল্মস আমার যাত্রায় একটি বায়োপিক তৈরি করবে এবং এটি বড় পর্দার জন্য জীবন্ত করবে।"
https://twitter.com/SGanguly99/status/1435860625956081668?s=20
বলিউডে এর আগে মোহাম্মদ আজহারউদ্দীন, মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিং অভিনীত ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিক '৮৩'।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.