ব্রাজিল-আর্জেন্টিনার এই ঘটনাকে 'পাগলাটে' বললেন ফিফা সভাপতি
নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২১, বিকাল ৬:৩ সময়
ছবিঃ ইন্টারনেট
আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা সচারচর ঘটে না। তাও আবার ব্রাজিল-আর্জেন্টিনার মত দলের মধ্যকার ম্যাচে, যা এক প্রকার হাসির খোরাকে মত অবস্থার জন্ম দিয়েছে। তবে এই ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা এবং এই ঘটনাকে ‘পাগলাটে’ বললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ মাঠেও গড়িয়েছিল নির্ধারিত সময়ে কিন্তু ৬ মিনিটের মাথায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ম্যাচ। মাঠের এক পাশে দেখা যায় ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এসে আর্জেন্টিনার দুই ফুটবলারকে ঘিরে ধরেছে। এটা দেখার পর অনেকের মধ্যে সন্দেহ ছিল কি কারনে তাদের ঘিরে ধরা হয়েছে। পরবর্তীতে কোয়ারেন্টাইন ইস্যুর বিষয়টি খোলাসা করা হয়।
[caption id="attachment_45057" align="aligncenter" width="1560"] ছবি - সংগৃহীত[/caption]
করোনা মহামারীর কারণে ব্রাজিলের স্বাস্থ্য রেগুলেটিং এজেন্সি (আনভিসা) জানিয়েছিল, ব্রিটেন, নর্দান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতে বসবাসকারী যারা ব্রাজিলিয়ান না তারা ব্রাজিলে প্রবেশ করতে পারবে না। আর যাদের বিশেষ বিবেচনায় ছাড় দেয়া হয়েছে তাদের অবশ্যই ১৪ দিনের কোয়েরাইন্টাইন মানতে হবে।
আর্জেন্টিনা স্কোয়াডের চার ফুটবলার এসেছিলেন ইংল্যান্ড থেকে। তারা হলেন, অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া ও এমিলিয়ানো মার্টিনেজ এবং টটেনহ্যাম হটস্পারের জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো।
এই চার ফুটবলারে বিরুদ্ধে কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙ্গার অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। পরবর্তীতে এই চারজনকে হোটেলেই থাকতে বলেছিলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু নির্দেশনা না মেনে ব্রাজিলের বিপক্ষে তিন জনকে প্রথম একাদশে রাখে আর্জেন্টিনা। ফলে ম্যাচ শুরুর ৬ মিনিটেই স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে খেলা বন্ধ করে দেয়। পরবর্তীতে আর মাঠে গড়ায়নি ম্যাচটি। যদিও আর্জেন্টিনার কোচ স্কোলানি জানিয়েছেন, এই চার ফুটবলারকে নিয়ে কোন নির্দেশনা তারা পায়নি।
[caption id="attachment_45055" align="aligncenter" width="1560"] ছবি - সংগৃহীত[/caption]
বর্তমানে এই ম্যাচের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে স্বয়ং ফিফা। সব কিছু পর্যবেক্ষণ ও বিবেচনা করে দ্রুত রিপোর্ট প্রদান করা হবে বলে জানান ফিফা সভাপতি। এছাড়া এই ঘটনাকে তিনি 'পাগলাটে' বলে আখ্যায়িত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।
“দক্ষিণ আমেরিকার সবচেয়ে গৌরবময় দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে কী ঘটেছে, তা আমরা দেখেছি। কিছু কর্মকর্তা, পুলিশ, নিরাপত্তা কর্মীরা কিছু খেলোয়াড়কে তুলে আনার জন্য খেলা শুরুর কয়েক মিনিট পরই মাঠে ঢুকে পড়ে- এটি 'পাগলাটে' ঘটনা। কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো মোকাবেলা করতে হবে, কোভিড সংকটের সময়ে যেগুলো সবার আগে আসে।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.