বড় হার দিয়ে সিরিজ শুরুর পর সুখবর পেলো নিউজিল্যান্ড
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১২:৩ সময়
ছবি - সংগৃহীত
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের পাশাপাশি নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় নতুন করে ডুবেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে বিপর্যয়ের পর সুখবর পেয়েছে কিউইরা, বাংলাদেশ সফরে এসেই করোনা আক্রান্ত হওয়া ফিন অ্যালেন নেগেটিভ হয়েছেন।
নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পা রাখার আগেই বাংলাদেশে আসেন ফিন অ্যালেন, দ্যা হান্ড্রেডে অংশ নেওয়া এই ক্রিকেটার আসেন ২০ আগস্ট। এরপর কোয়ারেন্টাইন পর্বের শেষে করোনা পজিটিভ হন, শঙ্কায় পড়ে যায় টি-টোয়েন্টি সিরিজে অ্যালেনের অংশগ্রহণ।
ফিন অ্যালেনকে আইসোলেশনে পাঠানো হয়, সেখানেই ছিলেন তিনি। অবশেষে পরপর দুইবার নেগেটিভ আসায় দলের সাথে যোগ দেওয়ার অনুমতি পান ফিন অ্যালেন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার মাঠে নামতে কোন বাধা নেই। বড় হারের পর অ্যালেনকে স্কোয়াডে পেয়ে স্বস্তির পাশাপাশি উচ্ছ্বসিতও নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত হেড কোচ গ্লেন পকন্যাল।
কিউই এই কোচ বলেন, “আমাদের জন্য দারুণ খবর। সে (ফিন অ্যালেন) আগ্রাসী ব্যাটসম্যান, সংক্ষিপ্ত সংস্করণে তা বিশ্বজুড়েই দেখিয়েছে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইন আপে অনেক বারুদ যোগ হবে, সে আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ।”
দ্বিতীয় ম্যাচে অ্যালেনের খেলা প্রসঙ্গে পকন্যাল বলেন, “আশা করি, দ্রুতই আমরা তাকে পাবো এবং সে অবশ্যই দলের বিবেচনায় আসবে। প্রশ্নটা হলো, কখন তাকে পাবো, দেখতে হবে শারীরিকভাবে সে কোন অবস্থায় আছে। এমনিতে সে ভালো আছে। স্রেফ তার অবস্থা বুঝে ঠিক করা হবে, কোন ম্যাচে তাকে খেলানো হবে।”
আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.