জিততে ভুলে যাওয়া রোনালদোহীন জুভেন্টাসের কষ্টার্জিত প্রথম জয়
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, রাত ৮:২৯ সময়
ছবিঃ ইন্টারনেট
ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন জুভেন্টাসের গত তিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। গেল মৌসুমে ইতালিয়ান লিগে তুরিনোর বুড়িদের বিপদের বড় কান্ডারি ছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তবে, এখন আর দলে নেই পর্তুগিজ মহাতারকা। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে শেষ মুহূর্তে জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাবে ফিরেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেও আগের মত রাজ করছেন।
রেড ডেভিলদের হয়ে রোনালদোর দ্বিতীয় অধ্যায় স্বপ্নের মতো হলেও, রোনালদোবিহীন জুভেন্টাসের সময়টা ভালো যাচ্ছে না। দলের সেরা তারকার বিদায়ে ইতালিয়ান লিগে চলতি মৌসুমে জিততেই ভুলে গিয়েছিল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির দল।
[caption id="attachment_47317" align="alignnone" width="1024"] ছবিঃ ইন্টারনেট[/caption]
সিরি' আ তে এবার আগের চার ম্যাচের একটাও জয় পায়নি দলটি। আজও দুবার পিছিয়ে ছিলো, কিন্তু শেষ পর্যন্ত দারুণ রোমাঞ্চ ছড়িয়ে রোনালদোকে ছাড়া লিগে প্রথম জয় নিয়ে বাড়ি ফিরেছে প্রতিযোগিতার সফলতম দল।
আজ (বুধবার)রাতে ইতালিয়ান সিরি'আ তে প্রতিপক্ষে মাঠে পাঁচ গোলে রোমাঞ্চকর ম্যাচটি স্পেৎসিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে সফরকারীরা। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে যায় সফরকারীরা।
২৮তম মিনিটে র্যাবিউটের পাস থেকে জুভেন্টাসের হয়ে গোল করেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিন। তবে পাঁচ মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে জায়গা বানিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন এমানুয়েল জিয়াসি। প্রথমার্ধের খেলা সমতায় শেষ হয়।
[caption id="attachment_47318" align="alignnone" width="2048"] ছবিঃ টুইটার[/caption]
বিরতি থেকে ফিরে এবার এগিয়ে যায় স্পেৎসিয়া। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন আঁতিস্তে। মৌসুমে টানা চার ম্যাচ জয়ের মুখ না দেখা জুভেন্টাসের তখন জাগে হারের শঙ্কা।
এমন অবস্থায় সফরকারীদের রক্ষা করেন ফেডরিকে চেইসা। ডি-বক্সে জটলার মধ্যে দারুণ বুদ্ধিমত্তায় গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার। খানিক পরই ডি লিট গোল করে আসরে জুভেন্টাসর প্রথম জয় নিশ্চিত করেন।
[caption id="attachment_47319" align="alignnone" width="640"] ছবিঃ ইন্টারনেট[/caption]
পাঁচ ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে ইউভেন্তুস। ৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে স্পেৎসিয়া। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.