নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর আজ সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সিরিজ জয়ের সম্ভাবনা তো দূরের পথ, রীতিমতো লজ্জায় ডুবেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭৬ রানে গুটিয়ে গেছে, হেরেছে ৫২ রানের বিশাল ব্যবধানে।
নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৬ রানের লজ্জার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তিনি বলেন, “এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করবো।”
মিরপুরের উইকেটে ১২৯ রান চ্যালেঞ্জিংই, তবে তাড়া করার মতো ছিল বলেই বিশ্বাস মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম দুই ম্যাচের চেয়ে উইকেটও ছিল মোটামুটি ভালোই, তবে সেটার সুবিধা নিতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। বোলারদের পারফর্মেন্সে খুশি হলেও মিডল অর্ডার ব্যাটারদের দায় দেখছেন রিয়াদ।
লক্ষ্য তাড়া করার মতো ছিল উল্লেখ করে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “লক্ষ্যটা তাড়া করার মতোই ছিল। বোলাররা ভালো করেছিল, আমরা ভালো শুরুটাও করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি, ভালো ভাবে প্রত্যাবর্তন করব (পরের ম্যাচে)।”
আজকের হার নিয়ে পড়ে না থেকে ইতিবাচক দিকে মনোযোগ দিতে চান রিয়াদ। তিনি আরও বলেন, “আমার মনে হয়, মিডল অর্ডার নিয়মিত ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে জুটি হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।”
৭ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.