১৭ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে ওমানে পৌঁছেছ্র টাইগাররা, সেখানে ১ দিনের রুম কোয়ারেন্টাইনের পর আজ থেকে অনুশীলন শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদরা।
বিশ্বকাপে অংশ নিতে গত রবিবার রাতে দেশ ছাড়ে বাংলাদেশ, প্রায় ৪ ঘন্টার ভ্রমণ শেষে সোমবার ভোরে ওমানে পা রাখে টাইগাররা। এরপর থেকেই তাদের কোয়ারেন্টাইন শুরু হয়েছে, আজ শেষ হচ্ছে ১ দিনের কোয়ারেন্টাইনও। করোনা নেগেটিভ হওয়ার পর আজ থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
ওমানে বাংলাদেশের প্রস্তুতি ভেন্যু মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড, সেখানে স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) অনুশীলন শুরু করবে টাইগাররা।
সেখানে ৩ দিনের অনুশীলন করবে বাংলাদেশ, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা আছে টাইগারদের। ৮ অক্টোবর পর্যন্ত ওমানে অনুশীলন শেষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে টাইগাররা।
সেখানেও ১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, ১২ ও ১৪ অক্টোবর দুই প্রস্তুতি ম্যাচে রিয়াদদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচ দুইটি খেলে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে বাংলাদেশ।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক বিশ্বকাপ শুরু করবে টাইগাররা, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়ানিউগিনি।
প্রত্যাশিত ভাবে গ্রুপ পর্ব পেরোতে পারলে সুপার টুয়েলভে খেলতে ২২ অক্টোবর আবারও আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল, সেখানে গ্রুপ 'বি' তে জায়গা হতে পারে টাইগারদের। যে গ্রুপে আগে থেকেই আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।