আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বিশ্ব খ্যাত কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির প্রধান আজিজুল্লাহ ফাজিল। তিনি জানান, “আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি অ্যান্ডি (ফ্লাওয়ার) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে প্রচুর খেলোয়াড়ের সাথে কাজ করেছেন তিনি, তার অভিজ্ঞতা দুর্দান্ত।"
অ্যান্ডি ফ্লাওয়ারকে পরামর্শক হিসেবে পাওয়াটা আফগানিস্তানের জন্য কাজে আসবে বলেও আশাবাদী আজিজুল্লাহ ফাজিল। তিনি আরও বলেন, “আমরা আশা করছি, বিশ্বকাপে তা আফগানিস্তানের জন্য ভীষণ উপকারে আসবে।”
কোচিং ক্যারিয়ার হিসেবে বেশ সমৃদ্ধ অ্যান্ডি ফ্লাওয়ারের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০০৯ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন তিনি। তার অধীনেই প্রথমবারের মতো বৈশ্বিক কোন টুর্নামেন্ট জেতে ইংলিশরা, ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
২০১৪ সালে ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে কোচিং করান অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি আইপিএল, সিপিএল, পিএসএল, দ্যা হান্ড্রেডসহ বিশ্বের বিভিন্ন লিগে কোচিং করিয়েছেন জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্ট ও ২১৩ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে আরব আমিরাতে আছে আফগানিস্তান ক্রিকেট দল, অ্যান্ডি ফ্লাওয়ার সেখানেই দলের সাথে যোগ দিবেন। সরাসরি সুপার টুয়েলভে খেলা আফগানরা ২৫ অক্টোবর প্রথম পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.