আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল ভারতে। তবে দেশটির ভয়াবহ করোনা পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত তা সরে গেছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে।
মরুর দেশে বিশ্বকাপ বসলেও আয়োজক হিসেবে থাকছে ভারতই। আর যার কল্যাণে মোটা অঙ্কের অর্থই জমা হবে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোষাগারে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজন করে আনুমানিক ১ কোটি ২০ লাখ ডলার আয় করতে চলেছে বিসিসিআই। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারতের পাশাপাশি ৭০ লাখ মার্কিন ডলার পাবে বিশ্বকাপের মূল পর্বের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ইসিবি। আর প্রাথমিক পর্বের আয়োজক হিসেবে ওমান ক্রিকেটকে (ওসি) ৪ লাখ মার্কিন ডলার দিবে বিসিসিআই।
[caption id="attachment_10693" align="aligncenter" width="800"] ১৭ অক্টোবর পর্দা উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (ছবিঃ গুগোল)[/caption]
শর্ত মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি থাকছে। ইতোমধ্যে যার টিকিট বিক্রি শুরু হয়েছে গেছে। টিকিট সত্ত্ব থেকে পাওয়া পুরো অর্থটাই দুই আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ওমান ক্রিকেটকে (ওসি) দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ওমানে বাংলাদেশ সময় বিকাল চারটায় প্রাথমিক পর্বের ওমান এবং পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের। আর ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল পর্ব 'সুপার টুয়েলভ' এর লড়াই। আগামী ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে ইতি টানবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.