টসই শেষ করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের প্লে-অফের সম্ভাবনা, এবারের আইপিএলে প্লে-অফের লড়াইটা বেশ জমজমাটই হয়েছে। আগেই ৩ দলের প্লে- অফ নিশ্চিত হলেও একটা স্পটের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছে ৪ টি দল।
গতকাল রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে হারিয়ে প্লে-অফে খেলা একরকম নিশ্চিতই করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, তাদের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লড়াইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের। তবে খাতা কলমের হিসেবে এখনো টিকে আছে মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাবনা, তবে সেটা যে শুধুই সম্ভাবনা সেটা বললেও আপত্তি করবে না কেউ।
ক্রিকেটে শেষ বলে কথা নেই, অসম্ভব বলেও কিছু নেই। যে কারণে সামান্য হলেও সুযোগ থাকছে মুম্বাই ইন্ডিয়ানসের, গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বিশাল জয়ই পেতে হবে রোহিত শর্মাদের।
শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে জিতলে কলকাতা ও মুম্বাই দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৪ করে, সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দলটিই উঠে যাবে প্লে-অফে। কিন্তু কলকাতার নেট রান রেট বেশ ভালো হওয়ায় মুম্বাইকে প্রায় অসম্ভব একটা পথই পাড়ি দিতে হবে, জিততে হবে অন্তত ১৭১ রানের বিশাল ব্যবধানে।
এই ব্যবধানে জিতলেই শুধু নেট রান রেটে কলকাতাকে টপকানোর সুযোগ থাকবে মুম্বাইয়ের সামনে, তবেই প্লে-অফে উঠতে পারে রোহিতের দল। রোহিত শর্মাদের জন্য কাজটা কতটা কঠিন সেটা বুঝাই যাচ্ছে, কার্যত বলা যেতে পেরে মুম্বাইয়ের সম্ভাবনা শুধুই সমীকরণে আটকে আছে।
তবে কঠিন এই সমীকরণ মেলানোর সুযোগও থাকবে না, যদি মুম্বাই ইন্ডিয়ানস পরে ব্যাটিংয়ের সুযোগ পায়। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ আগে ব্যাট করে যেই সংগ্রহই গড়ুক সেটা তাড়া করতে হবে ০ বলেই, তাই টসের সময়ই নির্ধারিত হয়ে যেতে পারে মুম্বাইয়ের প্লে-অফে খেলার ভাগ্য।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.