বুধবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফলে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল দেখতে চলছে।
তবে ফাইনালের আগে বড় দুসংবাদ পেল ব্ল্যাকক্যাপসরা। ইঞ্জুরির কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার পরিবর্তে উইকেটের পিছনে দেখা যেতে পারে টিম সেইফার্টকে।
ডান হাতের কনিষ্ঠা আঙুল ভেঙে গেছে কনওয়ের। ফলে বিশ্বকাপ ফাইনাল তো বটেই, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের দলেও আসন্ন সফর থেকেও ছিটকে গেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
গেল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্ট্যাম্পিং আউট হয়েছিলেন কনওয়ে। সাজঘরে ফেরার পথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ডান হাত দিয়ে নিজের ব্যাটে ঘুষি মেরে বসেন কিউই কিপার-ব্যাটার।
[caption id="attachment_53664" align="aligncenter" width="1280"] এভাবেই ব্যাটে ঘুষি মেরে আঙুল ভেঙেছেন কনওয়ে (ছবিঃ গুগোল)[/caption]
যেই কান্ডে হাতে ব্যথা পান কিউই উইকেটকিপার ব্যাটার। পরবর্তীতে ম্যাচ শেষে এক্স-রে করে জানা যায়, কিউই উইকেটকিপারের ডান হাতের কনিষ্ঠা আঙুল ভেঙে গেছে । বিষয়টি নিশ্চিত করে আক্ষেপ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ডেভন কনওয়ে। পাশাপাশি কিপিং এবং অফফিল্ডের ফিল্ডিংয়ে বিশেষভাবে নজর কেড়েছেন এই কিউই তারকা। তাই ফাইনালে তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের জন্য চিন্তার কারণ হয়েই দাঁড়াবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.