দ্বিতীয় দফায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরুষদের ক্রিকেটকে পূর্ণ সমর্থন দিলেও, নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছিল তালেবান সরকার। তবে দেশটিতে নারী ক্রিকেটের কার্যক্রম চলছে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে তালেবান সরকার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
পাশাপাশি ভবিষ্যতেও আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ হবে না বলে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসকে আশ্বস্ত করেছে তারা।
তবে নারী ক্রিকেটে আফগানিস্তানের সেই প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ক্রিকেট বোর্ডের আরও বেশি হস্তক্ষেপের আশা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সেই লক্ষ্যে এসিবির সাথে নিয়মিত যোগাযোগও রাখছে তারা।
দুবাইয়ে এক সাক্ষাৎকারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এ প্রসঙ্গে বলেন, "তারা (এসিবি) আমাদের বলেছেন, নারী ক্রিকেট চলছে। তারা অবশ্যই আমাদের এমন কোনো ইঙ্গিত দেয়নি যে, এটি (নারী ক্রিকেট) বন্ধ হয়ে গেছে।"
[caption id="attachment_53867" align="aligncenter" width="860"] ছবিঃ টুইটার[/caption]
"সময়ই বলে দেবে, এটি কেমন হবে। হ্যাঁ, তাদের দেশে পরিস্থিতি বদলে যাওয়ার সময় থেকেই আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছি।" তিনি আরও যোগ করেন।
উল্লেখ্য, এর আগে আফগানিস্তানে নারী ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা আরোপের জের ধরে ঘরের মাঠে আফগান দলের বিপক্ষে একমাত্র টেষ্ট ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
তাছাড়া নারী ক্রিকেট নিষিদ্ধ হলে, আইসিসির নিয়মানুযায়ী টেস্ট স্ট্যাটাস হারানোর পাশাপাশি আইসিসির কোনও প্রকার বৈশ্বিক আসরে অংশ নিতে পারবে না আফগানিস্তান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.