আজ ২৫ ডিসেম্বর! ফুটভক্তদের জন্য দুঃস্বপ্নের এক দিন! কারণ গত বছরের এই দিনে ফুটবল বিশ্ব হারায় দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। এই আর্জেন্টাইন মহাতারকাকে ফুটবলভক্তরা কতটা মিস করে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু কি ভক্তরাই কাঁদেন তার জন্য?
জি না! শুধু ভক্তরা নয়, দিয়েগোর জন্য এখনও চোখের জল ফেলেন আরেক আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার দিয়েগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সঙ্গে কথা বলেন মেসি।
বর্তমানে ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলা এই আর্জেন্টাইন তারকা জানান, "চোখের পলকে এক বছর পেরিয়ে গেছে, অবিশ্বাস্য লাগছে। আর্জেন্টিনা এত বছর পর শিরোপা জিতলো। অথচ তিনি নেই। সত্য হলো এটা অদ্ভুত এক অনুভূতি তিনি নেই, মন থেকে বিশ্বাস হতে চায় না। সব সময়ই মনে হয়, টিভিতে কিংবা সংবাদমাধ্যমে দেখবো তাকে। কোনো বিষয়ে হয়তো মতামত দেবেন নিজের। এতগুলো দিন পেরিয়ে গেল কিন্তু মনে হচ্ছে সেদিনের ঘটনা। আমি সেরা স্মৃতিগুলোই মনে রাখবো। তার সঙ্গে কিছু ভাগ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে হয়।"
[caption id="attachment_55742" align="aligncenter" width="1280"] ছবি - সংগৃহীত[/caption]
এসময় ম্যারাডোনার জন্য অশ্রু সজল হয়ে উঠেন মেসি। সাফল্য কিংবা ব্যর্থতায় সবসময় প্রিয় মেন্টর ম্যারাডোনাকে মনে পড়ে এমনটিই জানান তিনি।
মৃত্যুর আগে লিওনেল মেসির হাতে ট্রফি দেখে যেতে পারেননি দিয়েগো। তবে তার মৃত্যুর মাত্র আট মাসের মধ্যেই শিরোপা জিতেন মেসি। তাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে।
যার খেলায় ম্যারাডোনার ছাঁয়া খুজে পান ভক্তরা বিশ্বকাপ জয়ের আশায় কাতার বিশ্বকাপেও খেলবেন সেই মেসি। মেসির করা প্রতিটি ড্রিবলিং, পাস, আর গোল হয়তো স্বর্গ থেকে দেখবেন গুরু ম্যারাডোনা। আর মিটিমিটি হাসবেন ছাত্রের সাফল্য দেখে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.