আগামী ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নসশিপ হকি টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের মালয়েশিয়ান কোচ গোবিনাথান ইমান। জাতীয় দলে নতুন মুখ মোহামেডানের মধ্যমাঠের খেলোয়াড় প্রিন্স লাল সামান্ত।
এ বছরের জুনে এশিয়ান কাপ হকি মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত রাখে এশিয়ান হকি ফেডারেশন। গত সেপ্টেম্বরে স্থগিত থাকা উক্ত টুর্নামেন্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। পুরো টুর্নামেন্ট আয়োজিত হবে বাংলাদেশের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নিবে ৬টি দেশ। স্বাগতিক বাংলাদেশ সহ অংশ নেবে এশিয়ান হকি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তান।
প্রাথমিক দলে ঠাঁই পাওয়াদের মধ্যে বিপ্লব কুজুর, মেহেদী হাসান, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, রকিবুল হাসান ও রাজীব দাস-এই আট জন জাতীয় দলে এর আগে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।
এবারের আসরের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলঃ
গোলরক্ষকঃ
বিপ্লব কুজুর
আবু সাইদ নিপ্পন
অসীম গোপ
রক্ষণভাগঃ
খোরশেদুর রহমান
ফরহাদ আহমেদ সিটুল
আশরাফুল ইসলাম
সোহানুর রহমান সবুজ
মোহাম্মদ মেহেদী হাসান
রেজাউল করিম বাবু
মনোজ বাবু
মোহাম্মদ শফিউল আলম শিশির
সারোয়ার মোর্শেদ শাওন
খালেদ মাহমুদ রাকিন
মাঝমাঠঃ
সারোয়ার হোসেন
রোমান সরকার
নাঈম উদ্দিন
ফজলে হোসেন রাব্বী
হাসান যুবায়ের নিলয়
প্রিন্স লাল সামন্ত
আক্রমণভাগঃ
রাসেল মাহমুদ জিমি
মিলন হোসেন
মইনুল ইসলাম কৌশিক
মোহাম্মদ আরশাদ হোসেন
মাহবুব হোসেন
দ্বীন ইসলাম ইমন
রকিবুল হাসান
পুস্কর খীসা মিমো ও
রাজীব দাস।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.