টেস্ট 'ড্র' - পিচ নির্মাতাদের ৩৫ হাজার রুপি পুরস্কার দিলেন দ্রাবিড়
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, রাত ২:৩০ সময়
রাহুল দ্রাবিড় (ছবিঃ দ্য কুইন্ট)
ক্ষণে ক্ষণে রঙ বদলানো কানপুর টেস্ট গড়িয়েছে পঞ্চম দিন পর্যন্ত। যেখানে দিনের শেষ বল পর্যন্ত চরম উত্তেজনা ছড়িয়ে দশম উইকেট জুটিতে দুই ভারতীয় বংশোদ্ভূত কিউই স্পিনার রাচিন রবীন্দ্র এবং এজাজ প্যাটেলের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়েছে নিউজিল্যান্ড। ফলে জয়ের এত কাছে এসেও একরাশ আক্ষেপ নিয়ে অমীমাংসিত ফলাফল মেনে নিতে ভারতকে।
গুঞ্জন উঠেছে কানপুরে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও বির্তক এড়াতে প্রকাশ্যে কিছু জানাননি ডানহাতি স্পিনার। তবে সেই পিচ প্রস্ততকারকদেরই ৩৫ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়।
বেশ কয়েক বছর ধরেই ঘরের মাঠে অতি স্পিন সহায়ক পিচ বানানোর জন্য ভারতের অনেক সমালোচনা হয়েছে। যেখানে স্পিনারদের একছত্র আধিপত্যে মাত্র আড়াই থেকে তিন দিনেও শেষ হয়েছে টেস্ট। তবে সদ্য সমাপ্ত কানপুর টেস্ট ছিল তার ব্যতিক্রম।
[caption id="attachment_56463" align="aligncenter" width="600"] কানপুরে দূর্দান্ত এক টেস্ট ম্যাচ দেখছে ক্রিকেট বিশ্ব (ছবি - টুইটার)[/caption]
তাই তো অখেলোয়াড় সুলভ পিচ না বানিয়ে এমন 'স্পোর্টিং উইকেট' বানানোর জন্য কানপুরের পিচ প্রস্ততকারকদের পুরস্কৃত করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
জানা গেছে শিব কুমারের নেতৃত্বাধীন পিচ প্রস্তুতকারক এবং মাঠকর্মীদের মধ্যে পুরস্কারের এই টাকা ভাগ করে দেওয়া হবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.