ঢাকায় চার দেশ নিয়ে দক্ষিণ এশিয়ান বাস্কেটবল টুর্নামেন্ট
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২১, বিকাল ৬:৩০ সময়
ছবিঃ সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকায় চার দেশ নিয়ে সাউথ এশিয়ান বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এ প্রতিযোগিতায় অংশ নিবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কমান্ডার (অবঃ) একে সরকার। তিনি আরও বলেন,
"আমাদের লক্ষ্য ছিল আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টুর্নামেন্টটা আয়োজন করছি। নেপালকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা কথাও দিয়েছিল, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি এবং আর কিছু সমস্যার কারণে তারা আসতে পারছে না।"
স্বাগতিক বাংলাদেশ অংশ নেওয়ায় শিরোপা জয়ে চোখ রাখছেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কমান্ডার (অব.) একে সরকার। তিনি বলেন,
"যেহেতু বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট, শিরোপা জেতার জন্যই খেলবে আমাদের ছেলেরা। এর বাইরে এ টুর্নামেন্ট নিয়ে আমাদের চাওয়া ছেলেরা বাকি দেশগুলোর সঙ্গে খেলে উন্নতি করুক, নিজেদের বর্তমান অবস্থা বুঝুক।"
আগামী ১৫ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর। মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আসর।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.