আক্রমণের পসরা বসিয়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ পুলিশ। একের পর এক আক্রমণ করেও ফিনিশিংয়ে অভাবে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল পুলিশকে। প্রথমার্ধে সমতায় থাকায় পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ কিন্তু মুহুর্তেই সমতায় ফিরে চিটাগাং আবাহনী। শেষ পর্যন্ত ফিনিশিং দুর্বলতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ 'ডি'র ম্যাচে বাংলাদেশ পুলিশ ও চিটাগাং আবাহনীর মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়েছে। পুলিশের হয়ে ডেনিলসন রদ্রিগেজে এবং চিটাগাং আবাহনীকে সমতায় ফেরান ইবিমোবই থ্যাংকগড।
মৌসুমের শুরুর ম্যাচে চার বিদেশি নিয়ে মাঠে নামে বাংলাদেশ পুলিশ। যেখানে পুরো ম্যাচে দারুন পারফমেন্সে আলো ছড়িয়েছেন আফগানিস্তানের ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফি। গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে একটি গোল করেছিলেন আফগানিস্তান জাতীয় দলের এই ফুটবলার। সঙ্গে মরোক্কীয়ান বংশোদ্ভুত জার্মানি ফুটবলার আদিল খুসখুস এবং ব্রাজিলিয়ান ড্যানিয়েলসন রদ্রিগেজ নিজেদের নামের প্রতি করেছেন সুবিচার।
অন্যদিকে দুই নাইজেরিয়ান এবং এক আফ্রিকান ফুটবলার নিয়ে মাঠে নামে চিটাগাং আবাহনী। তবে ছন্দহীন ফুটবল খেলে নামের প্রতি সুবিচার করতে পারেনি তাঁরা। গত মৌসুমে খেলা মানিক মোল্লা, রাকিব হোসেন, মঞ্জুরুল মানিক, নাসিরুলদের পাশাপাশি চার বিদেশিকে ছেড়ে দেয়ায় শক্তিমত্তা হারিয়েছে মারুফুল হকের দল। মাঠে তাঁর প্রমাণ মিলেছে ম্যাচের শুরুর ৪৫ মিনিটেই। পুলিশের একের পর এক আক্রমণ সামলাতেই হিমশিম খাচ্ছিলো আবাহনীর আনকরা রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা গোল ছাড়া আর তেমন আক্রমণই করতে পারেনি আবাহনী। ২০১৭-১৮ মৌসুমে স্বাধীনতা কাপের রানার্সআপ হওয়া চিটাগাং আবাহনী গত লিগে পঞ্চম হয়েছিল। নতুন মৌসুমে তাদের শুরুটা হলো সাদামাটা।
ম্যাচের শুরুর মিনিটেই ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি পুলিশের আমিরুল ইসলাম। ডান দিক থেকে আফগানিস্তানের আমিরুদ্দিন শারিফির ক্রস গোল লাইনের মুখ থেকে ঠিক মত পা লাগাতে পারেনি আমিরুল। সুযোগ এসেছিল ১৩ মিনিটেও, বক্সের সামনে সতীর্থদের সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে পড়েন বাবলু, বাঁ পায়ের শট নিলেও তা আটকে দেন ডিফেন্ডার শওকত রাসেল।
২১তম মিনিটে আমিরুদ্দিন শারিফির বাঁ পায়ের কোণাকুণি শট বাইরে চলে যায়। ২৪ মিনিটে আরও একবার সহজ সুযোগ নষ্ট করে পুলিশ। বাবলুর পাস অফ সাইড ফাঁদ ভেঙ্গে বক্সের মধ্য থেকে চিপ করেন আফগানিস্তানের আমিরুদ্দিন শারিফি, কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিলেও বল বার ঘেষে বাইরে চলে যায়। ৩২তম মিনিটে আমিরুদ্দিনের পাস ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেনিলসন রদ্রিগেজের জোরাল শট ঝাপিয়ে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক আজাদ হোসেন।
দ্বিতীয়ার্ধের শুরুরতেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। বাঁ দিক থেকে বাবলুর ক্রস গোলরক্ষক আজাদ হোসেন গ্লাভসে ঠিক ভাবে রাখতে না পারলে বল চলে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেনিলসন রদ্রিগেজের কাছে। ডান পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
[caption id="attachment_56634" align="aligncenter" width="1280"] গোল করে পুলিশকে এগিয়ে নেন ব্রাজিলিয়ন ড্যানিয়েলসন।[/caption]
গোল হজমের পরের মিনিটেই পুলিশ ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পায় চিটাগাং আবাহনী। স্পট কিক থেকে আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ইবিমোবই থ্যাংকগড। ৬৬তম মিনিটে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে সহজ সুযোগ নষ্ট করেন আবাহনীর রুবেল মিয়া। বক্সের বাইরে থেকে বল নিয়ে বক্সের দিকে এগোতে থাকে রুবেল, পাশে ফাঁকায় থাকা সতীর্থ থ্যাংকগডকে পাস দিলেও পেতে পারতেন গোল কিন্তু নিজ প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নেওয়ার আগেই গোলরক্ষক নেহাল লাফিয়ে বল ছিনিয়ে নেয়। উলটো ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করায় হলুদ কার্ড দেখেন রুবেল মিয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আমিরউদ্দিনের আরেকটি শট ফিরিয়ে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট নিশ্চিত করেন নেহাল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.