ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে যত রেকর্ড
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, দুপুর ১২:২৫ সময়
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই লিটন মুশফিকের রেকর্ড পার্টনারশিপে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে হওয়া রেকর্ডগুলো দেখে নিন একনজরেঃ
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইয়াসির রাব্বিরঃ
এর আগে ছয় ছয়বার বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও, আন্তর্জাতিক অভিষেক হয়নি ইয়াসির আলি রাব্বির। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে ডানহাতি এই ব্যাটারের।
আজ (শুক্রবার) সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৯৮তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ইয়াসির আলি রাব্বির।
তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে আব্দুল্লাহঃ
অন্যদিকে আজ পাকিস্তানের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে আব্দুল্লাহ শফিকের। টেস্ট ক্রিকেটে অভিষেকের আগে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা অভিজ্ঞতা আছে এই টপঅর্ডার ব্যাটারের।
পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকের আগে সবচেয়ে কম প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্রিকেটারঃ
০ - ইয়াসির আলি
১ - আমের নাজির
১ - মিরন বখশ
১ - তৌসিফ আহমেদ
২ - হাসান রাজা
৩ - সেলিম এলাহী
৩ - আব্দুল্লাহ শফিক
৩ - শাহীন আফ্রিদি
৩ - ওয়াসিম আকরাম
অপয়া ১৪!!
সাইফ হাসান, সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত – বাংলাদেশের টপঅর্ডারের প্রথম তিন ব্যাটারই আজ সাজঘরে ফিরেছেন ১৪ রান করে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম ৩ ব্যাটার (১-৩) সমান সংখ্যক রান করছেন।
টেস্টে পাঁচ নম্বরে বা তার নিচে ব্যাট করে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৫০+ ইনিংসঃ
মুশফিকুর রহিম – ২৯
সাকিব আল হাসান – ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ – ১৬
লিটন কুমার দাস – ১০
লিটনের অভিষেক টেস্ট সেঞ্চুরিঃ
২৫তম বাংলাদেশি এবং মাত্র ৩য় টাইগার উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন লিটন কুমার দাস।
লিটন-মুশফিকের ২০৪* রানের পার্টনারশিপঃ
পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ২০৪ (৪১৩) রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে অপরাজিত আছেন লিটন-মুশফিক জুটি। পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে এই প্রথম দুইশো রানের পার্টনারশিপ গড়লো টাইগাররা।