বিশ্বকাপ প্লে অফ | পর্তুগাল নাকি ইতালি, কারা যাচ্ছে কাতারে?
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, বিকাল ৫:২৭ সময়
ছবিঃ ইন্টারনেট
ইউরোপের প্রথম দল হিসেবে ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করেছিলো জার্মানি। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে ডেনমার্কও টিকিট কাটে কাতারের। এরপর ধাপে ধাপে বিশ্বকাপ নিশ্চিত করে- ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও সুইজারল্যান্ডের। সর্বশেষ নরওয়েকে ২-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডসও যাচ্ছে বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষ দশ দলের কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়া মাধ্যমে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বেরও সমাপ্তি হয়।
এবার, শুরু এই অঞ্চলের প্লে অফের খেলা। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের ১০ গ্রুপের পয়েন্টে দুই থাকা দলগুলির মধ্যে প্লে অফের মাধ্যমে ইউরোপীয় অঞ্চল থেকে আরও সেরা তিন দল কাতার বিশ্বকাপের টিকিট পাবে। আজ (শুক্রবার) হয়ে গেছে এ অঞ্চলের প্লে অফের ড্রও হয়ে গেছে।
[caption id="attachment_55997" align="aligncenter" width="834"] ছবিঃ ইন্টারনেট[/caption]
যেখানে নিশ্চিত-ই কপাল পুড়েছে ২০১৬ উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির। বিশ্বকাপে দুদল-ই এক পথে থাকায় এদের যেকোন একদলের নিশ্চিত কাতার যাওয়া হচ্ছে না।
বিশ্বকাপে ইউরোপীয় অঞ্চলের প্লে অফে পাথ এ' তে প্রথম রাউন্ডে খেলবে ওয়েলস বনাম অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড বনাম ইউক্রেন। এ দুই ম্যাচে বিজয়ী দুই দলের মধ্যে পরবর্তী রাউন্ডে যারা জিতবে কাতারের টিকিট তারাই নিশ্চিত করবে।
পাথ বি'তে থাকা চার হলো হলো: রাশিয়া, পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। এদের মধ্যে প্রথমে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডের বিপক্ষে খেলবে রাশিয়া। অন্যদিকে, সুইডেনের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক। এই দুই ম্যাচে বিজয়ীদের মধ্যে পরবর্তী রাউন্ডের খেলায় যারা জিতবে কাতারের টিকিটও তারাই পাবে।
তবে, ফুটবলপ্রেমিদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর পাথ হচ্ছে সি'। কেননা, একই পথে আছে ইউরোপে সবশেষ দুই চ্যাম্পিয়ন ইতালি ও পর্তুগাল। প্লে অফের ঝামেলায় কাতার বিশ্বকাপের ফেভারিট ভাবা এই দুদলের একদল নিশ্চিত কাতার বিশ্বকাপে দর্শক হয়ে থাকবে। এই পথে প্রথমে তুরস্কের বিপক্ষে লড়বে রোনালদোর পর্তুগাল।
https://twitter.com/EURO2024/status/1464270839520628741?t=kGwf8Pon4GrfvS6Twt-QEw&s=19
অন্যদিকে, ইতালির প্রতিপক্ষ হচ্ছে নর্থ মেসেডোনিয়া। পর্তুগাল ও ইতালি নিজেদের খেলায় জিততে পারলে তাহলে পরের রাউন্ডেই মুখোমুখি হবে দুদল। আর এ দুদলের লড়াইয়ে ফয়সাল হবে কাতারের টিকিট পাচ্ছে কারা।
• বিশ্বকাপ বাছাই ইউরোপীয় প্লেঅফ ড্র:পাথ-১:
ওয়েলস বনাম অস্ট্রেলিয়া
স্কটল্যান্ড বনাম উইক্রেন
পাথ-২:
রাশিয়া বনাম পোল্যান্ড
সুইডেন বনাম চেক রিপাবলিক
পাথ-৩:
পর্তুগাল বনাম তুরস্ক
ইতালি নর্থ মেসোডোনিয়া
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.