বৃষ্টি নামক 'শত্রুর' কারণে মাঠে গড়ায়নি শ্রীলংকা-মালদ্বীপ ম্যাচও
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২১, বিকাল ৫:২৩ সময়
বৃষ্টির হলেও অনুশীলন থেমে নেই ফুটবলারদের।
বৃষ্টির কারণে ফুটবল ম্যাচ পিছিয়ে গেছে এমনটা হয়তো খুব কম সময়ই দেখা গিয়েছে। ফুটবল প্রেমীরা এমন মুহুর্তের সাক্ষী তেমন একটা না হলেও ভারি বৃষ্টির কারণে শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্ট এখনো মাঠে গড়ায়নি। ৮ নভেম্বর সোমবার থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনের দুই ম্যাচেরই সূচি পাল্টাতে হয়েছে।
রোববার রাতে ভারি বৃষ্টির কারণে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচ পিছিয়ে দিলেও নির্ধারিত সময়েই মাঠে গড়ানোর কথা ছিল স্বাগতিক শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি। তবে কলম্বোতে ভারি বৃষ্টিতে মাঠের অবস্থা খেলার উপযোগি না হওয়ায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচও পিছিয়ে দিয়েছে টুর্নামেন্ট কমিটি। রাত সাড়ে নয়টায় ম্যাচ মাঠ গড়ানোর কথা থাকলেও সন্ধ্যা ৭টায় খেলা আয়োজন করা করা সম্ভব নয় বলে জানানো হয়।
এদিন বিকেলে শিষ্যদের নিয়ে বৃষ্টি মধ্যেই অনুশীলন করিয়েছেন মারিও লেমোস।
মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়েই এই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বানির্ধারিত ১১ ও ১৪ তারিখের দুই ম্যাচ এখন ১২ ও ১৫ তারিখে অনুষ্ঠিত হবে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.