গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান, এরপর থেকেই গভীর সংকটে পড়ে যায় দেশটির ক্রিকেট। ছেলেদের ক্রিকেট নিয়ে তালেবানদের আপত্তি না থাকলেও নিষিদ্ধ করে মেয়েদের ক্রিকেট, ফলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় পড়ে যায় আফগানিস্তানের ক্রিকেট।
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে একটি দেশের পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটের কার্যক্রমও স্বাভাবিক থাকতে হবে, আফগানিস্তানে সেটা শুরু হলেও তালেবানরা তা বন্ধ করে দেয়। এরপরই নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্ব, এই ইস্যুতে টেস্ট সিরিজ স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মেয়েদের ক্রিকেট নিষিদ্ধের জেরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে, যে কমিটিতে ইমরান খাজার নেতৃত্বে আছেন রমিজ রাজা, রস ম্যাককলাম ও লসন নাইডু।
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নারী ক্রিকেট নিষিদ্ধের সুযোগ নেই, সেটা উপলব্ধি করেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বেশ আশাবাদী আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট কার্যক্রমও স্বাভাবিক হবে।
এসিবির চেয়ারম্যান বলেন, “মেয়েদের ক্রিকেট আইসিসির প্রধান আবশ্যিকতা গুলোর একটি, এটি নিশ্চিত করতে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মেয়েরা স্বাভাবিক নিয়মেই ক্রিকেট খেলবে। আমরা তাদের মৌলিক চাহিদা ও তাদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা আমরা দিতে চাই।”
আফগানিস্তানের সংকট নিয়ে ইতিবাচক আইসিসিও, সম্প্রতি আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, “আইসিসির সদস্য থাকার জন্য, প্রতিটি দেশকেই কিছু মানদণ্ড মেনে চলতে হয়। এই মুহূর্তে তাদের কোন সীমালঙ্ঘন দেখিনি, তাই সদস্য হিসেবে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব আমরা।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.