এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুক্রবার মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন হারমানপ্রিত সিং এবং বাকি একটি করেন আকাশদ্বীপ। পাকিস্তানের হয়ে ব্যবধান কমান জুনায়েদ মনজুর।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল তুলে নেয় ভারত। হার্দিক সিংয়ের পুশ থেকে সুমিতের স্টপে হারমানপ্রিত সিংয়ের শট পাকিস্তান গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জড়ায় জালে। প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারেও আর কেউ গোল করতে পারেনি।
৪২ মিনিটে আরেক আক্রমণ থেকে ভারতকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। সার্কেলের মধ্যে সুমিতের পাসে সুইচ হিটে ব্যবধান বাড়ান আকাশদ্বীপ।
তিন মিনিট পরেই ব্যবধান কমায় পাকিস্তান। গোলমুখে আব্দুল রানার শট থেকে বলে শেষ সময়ে স্টিক ছুঁয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান জুনায়েদ মনজুর।
৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই ম্যাচটা পাকিস্তানের হাত থেকে বের করে নেয় ভারত। জাসকরন সিংয়ের পুশ থেকে সুমিতের পুশে ম্যাচে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন হারমানপ্রিত সিং। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্র'তে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুই ম্যাচে সমান জয় ও ড্র'তে এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তান।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.