এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে উঠতে পারেনি ভারত-পাকিস্তানের কেউই। মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-৫ গোলে পাকিস্তান এবং জাপানের কাছে ৫-৩ গোলে হেরেছে ভারত। বুধবার ফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া।
দিনের প্রথম সেমিফাইনালে ছড়িয়েছে রোমাঞ্চ। দুই দল মিলিয়ে করেছে ১১ গোল, যার শুরুটা করেছিল পাকিস্তানের উমর ভাট তবে প্রথম কোয়ার্টারেই দুটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, করেছে দুটি করে গোল। তবে তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান গোলের দেখা না পেলেও জিওং জুনওর ফিল্ড গোলে ৫-৩ গোলে এগিয়ে যায় কোরিয়া।
চতুর্থ কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার (পিসি) থেকে মুবাশার আলি লক্ষ্যভেদ করলে জমে ওঠে ম্যাচ। কিন্তু ৫৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জং উন গোল করলে পাকিস্তানের সমতায় ফেরার স্বস্তি নিভে যায়।
দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতকে প্রথম কোয়ার্টারেই দুই গোল দিয়ে ম্যাচ থেকে ছিটকে দেয় জাপান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোলে ঘুরে দাড়ানোর আভাস দেয় ভারত কিন্তু টানা তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় এশিয়ার র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা জাপান।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হারমানপ্রিত সিং এবং ৫৯তম মিনিটে হার্দিক সিংয়ের গোল কোনও কাজেই আসেনি ভারতের।
বুধবার সন্ধ্যা ৬টায় শিরোপা লড়াইয়ের ম্যাচে লড়বে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.