উইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন মুশতাক
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২১, দুপুর ৪:৭ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দলের সাথে প্রধান কোচ সাকলাইন মুশতাক (ছবিঃ আইসিসি)
চলতি মাসে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের প্রধান কোচ হিসেবে থাকছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা দেশটির কিংবদন্তি অফস্পিনার সাকলাইন মুশতাক। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটির স্বনামধন্য সংবাদ মাধ্যম 'ক্রিকেট পাকিস্তান'।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমূহুর্তে একদম আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস। সে সময় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফস্পিনার সাকলাইন মুশতাক।
তার অধীনেই বিশ্বকাপে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপুটে পারফরম্যান্স করেছিল পাকিস্তান, টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে উঠেছিল সেমিফাইনালে। যদিও ফাইনালে উঠার রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যেয়ে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের।
[caption id="attachment_56791" align="aligncenter" width="1013"] টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দলের সাথে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ সাকলাইন মুশতাক (ছবিঃ আইসিসি)[/caption]
তবে বিশ্বকাপ শেষে চলমান বাংলাদেশ সফরেও নিজের দারুণ পারফরম্যান্স বজায় রেখেছে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর, দুই ম্যাচের টেস্ট সিরিজেও ১-০ তে এগিয়ে আছে বাবর আজমরা।
তাই ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাকলাইন মুশতাকের উপরেই আস্থা রাখছে পিসিবি। এ প্রসঙ্গে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সেই পিসিবি কর্মকর্তা বলেছেন
"ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন।"
উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে পাকিস্তানে বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.