ওমিক্রন আতঙ্কে স্থগিত ঘরোয়া ক্রিকেট, শঙ্কায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফর
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২১, রাত ৩:২৮ সময়
ছবি - সংগৃহীত
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব, তবে এটার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকাতেও দ্রুতই ছড়িয়ে পড়ছে ওমিক্রন, যার প্রভাবে স্থগিত করা হয়েছে দেশটিতে সব ধরনের ঘরোয়া ক্রিকেটের কার্যক্রম।
এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের, তার আগে করোনা ভাইরাসের নতুন ধরন বা আতঙ্ক ওমিক্রনের কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় ভিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
যদিও এখনো দক্ষিণ আফ্রিকা সফর বাতিল কিংবা স্থগিতের মতো কোন সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তবে দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে সফরটি অন্তত ১ সপ্তাহ পিছিয়ে যাওয়াটা অনেকটাই নিশ্চিত।
ঘরোয়া ক্রিকেট স্থগিতের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ওমিক্রন আতঙ্কে রাউন্ড -৪'এর সমস্ত ম্যাচ, ডিভিশন-২'র সমস্ত চার দিনের ম্যাচের সিরিজ যা ডিসেম্বর মাসের ২-৫ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হলো। সেই সাথে সিএসএ'র 'বি'সেকশানের ৩ এবং ২ দিনের নর্দান্স এবং ইস্টার্ন্সের সমস্ত ম্যাচ ২০২২ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
৩টি করে টেস্ট ও ওয়ানডে এবং ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত, ১৭ ডিসেম্বর জোহানাসবার্গ টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। ১১ জানুয়ারি থেকে ওয়ানডে ও ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.