তৃতীয় দিনের খেলা নিয়ে শঙ্কা, মাঠেই আসেনি ক্রিকেটাররা
নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২১, সকাল ৪:৪৪ সময়
ছবিঃ বিডিনিউজ২৪
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও খেলা গড়ানোর কথা ছিল ৩০ মিনিট আগে। তবে আজও (সোমবার) বৃষ্টির দাপটে তা সম্ভব হয়নি। বরং আগে শুরু তো দূরের কথা, তৃতীয় দিনের খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
যে কারণে এখন পর্যন্ত হোটেল থেকে মাঠেই আসেনি বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা। বিরুপ আবহাওয়ার জন্য খেলোয়াড়দের হোটেল থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
এর আগে রবিবার প্রথম দিনের তৃতীয় সেশনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনেও একটি বল পর্যন্ত মাঠে গড়ায়নি ঢাকা টেস্টে। দীর্ঘ অপেক্ষা শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে গড়িয়েছিল খেলা, তবে তা মাত্র মিনিট ত্রিশের জন্য। এরপর আবারও বৃষ্টি হানা দেয় মিরপুরে। শেষ পর্যন্ত যা আর না থামায় দ্বিতীয় দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিল ম্যাচ রেফারি।
[caption id="attachment_57454" align="aligncenter" width="1280"] ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি থামার অপেক্ষায় বাবর আজম ও আজহার আলী (ছবিঃ টুইটার)[/caption]
সবমিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকার টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছিল ৬.২ ওভার অর্থাৎ ৩৮ বল। যেখানে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে আরও ২৭ রান যোগ করেছে পাকিস্তান। ফলে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান।
উল্লেখ্য, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট জয়লাভ করে ২-০ তে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোরঃ (টস- পাকিস্তান)
পাকিস্তান (প্রথম ইনিংস): ১৮৮/২ (৬৩.২ ওভার); বাবর ৭১*, আজহার ৫২*, আবিদ ৩৯; তাইজুল ২/৪৯
** দ্বিতীয় দিন শেষে
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.