বিশ্বব্যাপী ভক্তদের কাছে ফুটবলের সোনার ছেলে, যাদুকর, মহারাজা, কিংবদন্তি, ঈশ্বর ইত্যাদি খেতাবে ভূষিত বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টাইন প্রয়াত অধিনায়ক ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বিশ্বব্যাপী ম্যারাডোনা মানেই যেন খবরের শিরোনাম। সেটা হতে পারে ভালো, নয়তো মন্দ। মৃত্যুর এক বছর পরও যা থামার কোন লক্ষণ-ই নেই।
সম্প্রতি, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দিয়েগো ম্যারাডোনার দুষ্প্রাপ্য এক ঘড়ি চুরির খবর শিরোনাম হয়। আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী অধিনায়কের
সাক্ষর করা ব্যক্তিগত বেশকিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ে একটি সংগ্রহশালায়। চলতি বছর আগষ্ট মাসে সেখান থেকে চুরি হয়ে যায় কিংবদন্তি এই ফুটবলারে দুষ্প্রাপ্য এক ঘড়ি।
ম্যারাডোনার চুরি হওয়া সেই ঘড়িটি অবশেষে উদ্ধার হয়েছে। দুবাই পুলিশে কাছ থেকে খবর পেয়ে ভারতের আসাম থেকে উদ্ধার করা হয় দুষ্প্রাপ্য ঘড়িটি। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।
https://twitter.com/DGPAssamPolice/status/1469535396870516737?s=20
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা টুইটারে এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। নিজের টুইটার পাতায় তিনি লিখেছেন, “আন্তর্জাতিক সহযোগিতায় (দুবাই পুলিশ) আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজেদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।”
জানা যায়, দুবাইয়ের যে সংগ্রহশালায় ঘড়িটি রাখা হয়েছিল সেখানেই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন ওয়াজেদ হোসেন। আগষ্টে ঘড়িটি চুরি করে তিনি আসামে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি তার আগেই ধরা পড়লেন!
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.