বাবর আজমের চোখে ভারত-পাকিস্তানের সম্মিলিত সেরা টি-২০ একাদশ
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২১, দুপুর ১১:৩৬ সময়
ভারতের বিপক্ষে বাবর আজম (ছবিঃ ইন্ডিয়া টিভি)
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর নিজ দেশ পাকিস্তান মিলে সম্মলিত টি-টোয়েন্টি একাদশে নির্বাচন করেছেন পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজম। যেই একাদশে নিজ দেশের পাঁচজন ক্রিকেটারের সাথে প্রতিবেশি দেশ ভারতের ছয় জন ক্রিকেটারকে রেখেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের সাথে আলাপকালে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি একাদশ বাছাই করেন বাবর আজম।
যেখানে ওপেনার হিসেবে নিজের সাথে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বেছে নিয়েছেন বাবর আজম। তিন নম্বরে তিনি রেখেছেন ভারতের বিরাট কোহলিকে। আর চার নম্বরে পাকিস্তান অধিনায়কের পছন্দ নিজের সতীর্থ শোয়েব মালিককে।
সাম্প্রতিক সময়ে একের পর এক রেকর্ড গড়ে অবিশ্বাস্য ছন্দে আছেন বাবরের ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান। তবে উইকেটকিপার হিসেবে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকেই বেছে নিয়েছেন বাবর।
[caption id="attachment_48651" align="aligncenter" width="700"] বাবর আজম (ছবিঃ জিও সুপার)[/caption]
ছয় নম্বরে ভারতীয় পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সাথে সাত নম্বর পাকিস্তানের স্পিন-বোলিং অলরাউন্ডার শাদাব খানকে একাদশে রেখেছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের 'নাম্বার ওয়ান' ব্যাটার। আর শাদাবের পর দ্বিতীয় লেগস্পিনার হিসেবে ভারতের কুলদ্বীপ যাদবকে বেছে নিয়েছেন তিনি।
তিন পেসারের মধ্যে ভারত থেকে কেবল জাসপ্রিত বুমরাহকে একাদশে রেখেছেন বাবর আজম। বাকি দুই জোরে বোলারের মধ্যে পাকিস্তানের দুই বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এবং শাহীন শাহ আফ্রিদিকে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর আজমের ভারত-পাকিস্তান সম্মিলিত সেরা টি-টোয়েন্টি একাদশ:
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, শোয়েব মালিক, এমএস ধোনি, (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শাদাব খান, কুলদ্বীপ যাদব, শাহীন শাহ, আফ্রিদি, মোহাম্মদ আমির এবং জাসপ্রিত বুমরাহ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.