বারবার একই ভুল কোহলির, ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সুনীল গাভাস্কারের
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১, দুপুর ১০:৭ সময়
ছবি - সংগৃহীত
সেঞ্চুরি খরা ক্রমেই দীর্ঘ হচ্ছে ভারতীয় টেস্ট অধিনায়ক ভিরাট কোহলির, সর্বশেষ খেলা ৬০ ইনিংসে একবারও তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি। সময়ের হিসেবে তার সর্বশেষ সেঞ্চুরি প্রায় ২ বছর আগে, ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরি।
রান নিয়মিতই পাচ্ছেন শুধু সেঞ্চুরিটাই পাওয়া হচ্ছে না কোহলির, তার মতো ব্যাটারের এত দীর্ঘ সময় সেঞ্চুরি না পাওয়াটা অনেকের কাছেই বিস্ময়কর বটে। তবে সেঞ্চুরি খরার পাশাপাশি এবার যুক্ত হয়েছে আউটের ধরণ, দেশের বাহিরে টানা ১০ ইনিংসে স্ট্যাম্পের বাহিরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসেও মার্কো জেনসেনের করা স্ট্যাম্পের বাহিরের একটা বল তাড়া করতে গিয়ে খোঁচা দিয়ে ফিরেন কোহলি। বার বার একই ভাবে আউটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা সুনীল গাভাস্কার।
ধারাভাষ্যকার বক্সে বসেই কোহলির আউট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, "ইচ্ছে করেই অফস্টাম্পের বাইরে ক্রমাগত ওকে বল করা হচ্ছিল। এই বলটিও বাইরের দিকে যাচ্ছিল। অনেকটা প্রথম ইনিংসের মতোই।"
গাভাস্কার আরও যোগ করেন, "লাঞ্চের পরে প্রথম বলেই ভিরাট কিন্তু খুব খারাপ শট খেললো। টেস্ট ক্রিকেটে উইকেটে থিতু হওয়ার জন্য প্রত্যেক ব্যাটারই নিজেকে সময় দেয়। বিরতির পরে সহজে পা নড়াচড়া করে না। এমনকি, পানি পানের বিরতির পরেও নতুন করে শুরু করতে হয়। ভিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার নিশ্চয়ই এটা জানে।"
পরে অবশ্য কোহলির এমন শট খেলার কারণ খোঁজার চেষ্টা করেছেন সুনীল গাভাস্কার, "ইনিংসের সমাপ্তি ঘোষণার পরিকল্পনা থাকলে দ্রুত রান করতে গিয়ে বড় ভুল হয়ে যেতে পারে। যদি কোনও দল ভাবে দ্রুত ডিক্লেয়ার করবো, তারাই অলআউট হয়ে যায়। ভিরাটেরও দ্রুত রান করার তাড়া ছিল হয়তো। তাই আবারও একই ভুল করল।"
কেন বার বার কোহলি একই ভুল করছেন সেটাও ব্যাখ্যার চেষ্টা করেছেন দেশটির সাবেক এই অধিনায়ক, "দেখাই যাচ্ছে, কতটা বাইরে দিয়ে বলটা যাচ্ছে। অনায়াসে ছেড়ে দিতে পারত। লাঞ্চের পরে প্রথম বল, এ ভাবে তাড়া করা উচিত হয়নি। ব্যাটিংয়ের সময় নীচের হাতের প্রাধান্য থাকে ভিরাট, তাই বাইরে বল দেখলেই ওর ব্যাট সেটা তাড়া করতে চলে যায়।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.