বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার চিঠি দেওয়া হয়েছে গত মাসেই। গত মাসের শেষ দিনে রাসেল ডোমিঙ্গোর চাকরীচূত করার চিঠি প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রাসেল ডোমিঙ্গোর সাথে চুক্তি হয়েছে দুই দফায়৷ প্রথম দফার চুক্তিটা ছিল নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। দ্বিতীয় দফার চুক্তিটা শুরু তারপর থেকেই। ঝামেলা ছিল দ্বিতীয় দফার চুক্তি থেকেই যেখানে রাসেল ডোমিঙ্গোকে এক বছরের গ্যারান্টেড পিরিয়ড সাপেক্ষে মাসিক কর বাদে ১৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হতো বিসিবিকে৷
কিন্তু বিসিবি অপেক্ষা করেছে সেই পথে না হাঁটতে, বরং আগের চুক্তির শেষ দিন-ই বরখাস্ত করেছে রাসেল ডোমিঙ্গোকে যে চুক্তির নিয়ম অনুসারে রাসেল ডোমিঙ্গোকে বোর্ড যে কোন সময় শর্তবিহীনভাবে বরখাস্ত করতে পারবে। বিসিবি সেই পথেই হেঁটেছে।
কালের কণ্ঠে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরিত বরখাস্তের চিঠি যাওয়ার পর খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমটিতে। বিসিবির একজন পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি ডেইলি স্পোর্টসবিডিকে জানিয়েছেন, "মূলত আইনজীবীর সাথে কথা হয়েছে, এরপর আমরা দেখলাম যে এখানে একটা সুযোগ আছে যেটাতে উনাকে শুধুশুধু বেতন দিতে হবে না। সেইভাবেই সবকিছু এগোচ্ছে।"
যদিও ঘটনার তিনদিন পরেও মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টি তিনি ঠেলেছেন জানুয়ারি পর্যন্ত। বরং কোন ক্ষেত্রে বলেছেন ইঙ্গিত দিয়ে, খেলোয়াড়দের অনেকে রাসেলকে কোন সমস্যা না মনে করলে খুব বেশি করার থাকছে না বোর্ডের।
দলের সাথে নিউজিল্যান্ডও যাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গো তবে তারপর আর তাকে দেখা যাবে না টাইগার ড্রেসিংরুমে। এইদিকে বরখাস্তের চিঠির বিপরীতে আপিল করারও সুযোগ আছে রাসেল ডোমিঙ্গোর।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.