শ্রীলংকার কাছে হেরেও ফাইনালের আশা টিকে থাকলো বাংলাদেশের
নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১, দুপুর ৪:৫২ সময়
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১ প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর তৃতীয় ম্যাচে এসে আর জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার নিজেদের তৃতীয় ম্যাচে আশা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরেছে বাংলাদেশ।
প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে জয়ের পরের তিন সেটে ২৬-২৪, ২৫-১৮, ২৫-২১ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তৃতীয় ম্যাচে হারলেও ফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই ম্যাচের ফলের উপর নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে ওঠা।
প্রথম সেট জয়ের পরও হারের কারণ হিসেবে অধিনায়ক হরষিত বলেন, “আমি চোট নিয়ে খেলেছি। পুরোপুরি ফিট ছিলাম না, কিন্তু দলের প্রয়োজনে চোট নিয়েই খেলতে হয়েছে। আজকে ম্যাচটা জিততে পারলে আমাদের ফাইনাল নিশ্চিত হত, কিন্তু হেরেছি বলে কালকের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।”
“আজকের ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো শুধরে নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে আশা করি ভালো করতে পারবো। প্রথম সেটে আমরা খুবই ভালো খেলেছি। দ্বিতীয় সেটেও দারুণ খেলছিলাম, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে প্রতিদ্বন্দ্বিতা করেও হারতে হয়েছে।”
এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে মেয়েরা শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে (২৫-৯, ২৫-১৪, ২৫-৯) হেরেছে মেয়েরা। এ নিয়ে চার ম্যাচ হারল পান্না-ডলিরা। আগের তিন ম্যাচে কিরগিজস্তান, উজবেকিস্তান ও নেপালের কাছেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.