প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মারিয়া মান্দা।
সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার মতিঝিলের বাফুফে ভবনে ২৩ খেলোয়াড় ও ১০ জন কর্মকর্তাসহ মোট ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে জায়গা পেয়েছে নতুন দুই ফুটবলার।
আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের সব গুলো ম্যাচ আয়োজিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ২০১৮ সালে মালদ্বীপে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
বাফুফে ভবনে ঘোষিত ২৩ সদস্যের দলে প্রথম বারের মত জায়গা পেয়েছে ইতি রানী ও হালিমা খাতুন। এছাড়া অনূর্ধ্ব-১৫ দল থেকে সুযোগ পেয়েছে ছয় ফুটবলার। তারা হলেন - আফিদা খন্দকার, উন্নতি খাতুন, কোহাতি কিস্কু, সোহাগী কিস্কু, শাহাদা আক্তার রিপা এবং স্বপ্না রানী।
শনিবার সন্ধ্যা ৭টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ।
একই ভেন্যুতে ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় ভুটানের বিপক্ষে, ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় ভারতের বিপক্ষে এবং ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২২ ডিসেম্বর ফাইনাল খেলবে রাউন্ড রবিন লিগের শীর্ষ দুই দল।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মঙ্গলবার ঢাকায় এসেছে নেপাল এবং ভুটান, শ্রীলঙ্কা ও ভারত এসেছে বুধবার । শুক্রবার সকালে ও বিকালে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করবে দলগুলো।