ম্যাচের শুরুতেই গোল করে আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টারেই গোল করে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোরিয়াকে আটকে রাখলেও চতুর্থ কোয়ার্টারে গিয়ে আর পেরে উঠেনি বাংলাদেশ, ৬ মিনিটের ব্যবধানে দুই গোল হজম ছিটকে দেয় ম্যাচ থেকে। তবে শেষ মুহূর্তে দ্বীন ইসলাম ইমনের গোল খানিকটা আফসোসে পুড়িয়েছে বাংলাদেশকে।
শুক্রবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে গোল করেছেন আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন। দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেছেন জি উও চিওন, জাং জঙ হিউন ও পার্ক চিওলিওন।
বিশ্ব র্যাংকিংয়ে ১৬তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার কাছে ২০১৮ এশিয়ান গেমসে ৭-০ গোলে হেরেছিল র্যাংকিংয়ের ৩৮তম দল বাংলাদেশ। পূর্বের ফলাফল ভুলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দাড়াতে না পারলেও এ ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায়। সোহানুর রহমান সবুজের হিটে ড্রাইভিং ফ্লিকে বল জালে জড়ান আরশাদ হোসেন। নবম মিনিটে কোরিয়াকে ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। পেনাল্টি কর্নার থেকে আসা শট দারুণ ভাবে রুখে দেন তিনি।
তবে ১৫ মিনিটে কোরিয়াকে আর আটকাতে পারেনি আশরাফুলরা। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে কোরিয়াকে সমতায় ফেরান জাং জঙ হিউন। এরপরে দুই কোয়ার্টারে কোনও দলই পারেনি গোল করতে।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের জয়ের স্বপ্ন নিভিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। ৪৮ ও ৫৪ মিনিটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় দক্ষিণ কোরিয়ার জি উও চিওন ও পার্ক চিওলিওন। ম্যাচের শেষ মুহূর্তে জটলা থেকে বাংলাদেশের হয়ে এক গোল শোধ দেন দ্বীন ইসলাম ইমন। তবে তা পয়েন্ট অর্জনের জন্য যথেষ্ট ছিল না।
পুরো ম্যাচে দারুণ খেলে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর। আগামীকাল শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টা ৩০মিনিটে লড়বে দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.