উড়ন্ত বলের দুরন্ত খেলা দেখার আহবান মেয়র আতিকুল ইসলামের
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, দুপুর ১১:১ সময়
আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও নারী ভলিবল চ্যালেঞ্জ কাপ। পুরুষ বিভাগে অংশ নিবে ৫টি দেশ এবং নারী বিভাগে ৬টি দেশ। এবারের আসর আয়োজিত হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টুর্নামেন্ট শেষ হবে ২৮ডিসেম্বর।
পুরুষ বিভাগে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল। নারী বিভাগে এই ৫ দলের সঙ্গে যোগ দিচ্ছে কিরগিজস্তান। উভয় বিভাগেই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল ফাইনাল ম্যাচ খেলবে। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে মালদ্বীপ এবং নারী বিভাগে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মঙ্গলবার টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম বলেন, এরকম টুর্নামেন্টের মাধ্যমেই আমরা ভলিবলের পরিবর্তন আনতে চাই। সব বয়সের মানুষ যেনো মাঠে এসে এই টুর্নামেন্ট উপভোগ করে। তিনি আরো বলেন,
"উড়ন্ত বলের দূরন্ত খেলা - ভলিবল, এটা গ্রাম বাংলার খেলা। আমরা গ্রাম বাংলা ও স্কুল পর্যায়ে এই খেলা ছড়িয়ে দিতে চাই। সর্বক্ষেত্রে ভলিবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলা ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।"
চারটি দল নিয়ে শীঘ্রই ভলিবল প্রিমিয়ার লিগ শুরু হবে বলে জানালেন মেয়র আতিকুল ইসলাম।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.