জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র(অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
মিশ্র দ্বৈতের অল বাংলাদেশ ফাইনালে মোঃ নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ২১-১৮, ২১-১৪ পয়েন্টে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
পুরুষ দ্বৈতে বাংলাদেশের সিবগাত উল্লাহ- গৌরব সিংহ জুটি ২১-২৮, ২১-১৫ পয়েন্টে মোঃ নাজমুল ইসলাম জয়-বাবু মোঃ রাসেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগের দিন মহিলা দ্বৈতের ফাইনালে স্বদেশী ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯, ১৮-২১, ২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি।
তবে পুরুষ এবং মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়া। মহিলা এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে বিলকিস পারসিস্তা ২১-১৪ ২১-১৩ পয়েন্টে রুজানা রুজানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
পুরুষ এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে আলভি ফারহান ২১-১৯,১৮-২১, ২১-১৩ পয়েন্টে ইকবাল ডায়েজ শাইপুত্রাকে হারিয় শিরোপা জয় করেন।
খেলা শেষে বৃহস্পতিবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া-উল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতা শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.