এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে তৃতীয় হয়েছে ভারত।
প্রথমা কোয়ার্টারের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেয় ভারত। টানা চারটি পেনাল্টি কর্নার তুলে নিয়ে গোলও আদায় করে নেয়। হারদিক সিংয়ের পুশ থেকে গুরিন্দর সিংয়ের স্টপে হিটে লক্ষ্যভেদ করেন হারমানপ্রীত। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ভারত। দশম মিনিটে আফরাজের গোলে সমতায় পাকিস্তান। দারুণ নৈপুণ্যে গোলটি করেন তিনি (১-১)।
দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান। কেউই পায়নি গোলের দেখা। তৃতীয় কোয়ার্টারের ৩৩ মিনিটে ম্যাচে লিড নেয় পাকিস্তান। পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে নেন আব্দুল রানা। ৪৫ মিনিটে সুমিতের দারুণ ফিল্ড গোলে সমতায় ফেরে ভারত, স্কোর লাইন হয় (২-২)।
চতুর্থ কোয়ার্টারে তৈরি হয় নাটকীয়তার। ৫৩ ও ৫৭ মিনিটে বরুণ কুমার ও আকাশদ্বীপের গোলে ৪-২ এ এগিয়ে যায় ভারত। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হারমানপ্রীতরা। এক মিনিট বাদেই নাদিম আহমেদের গোলে ব্যবধান কমায় পাকিস্তান যদিও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। একই দিন সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.