অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে গিয়ে বড় ধরনের বিপাকেই পড়ে গেছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ, করোনা টিকা না নিয়ে অস্ট্রেলিয়াতে যাওয়ার পর থেকেই বিমানবন্দরেই ছিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়।
অস্ট্রেলিয়ার সরকার পরপর দুইবার ভিসা বাতিল করে, প্রথমবার ভিসা বাতিলের পর তার আইনজীবী আদালতে আপিল করছে ঝুলে যায় ভিসা প্রক্রিয়া। দ্বিতীয়বার ভিসা বাতিলের পরেও আপিল করা হয়েছে, তবে এবার তাকে আটকই করেছে করেছে অস্ট্রেলিয়ান সরকার।
প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় মামলার শুনানির আগে নোভাক জকোভিচকে আটক করে একটি গোপন স্থানে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে যাওয়া নোভাক জোকোভিচ ও অস্ট্রেলিয়ার সরকারের মধ্যে বিরোধ মুলত করোনা টিকা নেওয়ার নিয়ে
অস্ট্রেলিয়ার সরকারের নিয়মানুযায়ী অস্ট্রেলিয়ায় প্রবেশ করা প্রত্যেকের জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু জোকোভিচের করোনা টিকা নেওয়া ছিল না, আর সেটা নিয়েই বিপাকে পড়েন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।
[caption id="attachment_10519" align="aligncenter" width="1250"] নোভাক জকোভিচ। ছবিঃ টেনিশেড[/caption]
আদালতে প্রদানকৃত নথি অনুযায়ী, সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। আপিল শুনানি সম্পন্ন করে তাকে দ্রুত ফেরত পাঠাতে চায় অস্ট্রেলিয়ার সরকার, দেশটির অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক মনে করেন, জোকোভিচের অব্যাহত উপস্থিতি ‘টিকা বিরোধী মনোভাব জাগাতে পারে’ এবং এমনকি ‘নাগরিক অস্থিরতা বৃদ্ধি’ করতে পারে।
২ দিন পরেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসর, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ছাড়াই মাঠে গড়াবে খেলা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.