আইপিএলে ধোনির আয়ের রেকর্ডে ভাগ বসাতে চলেছেন রোহিত-কোহলি
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২২, সকাল ৮:১২ সময়
ধোনি-রোহিত-কোহলি (সম্পাদিত ছবি)
আইপিএলের প্রথম আসরে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর থেকেই প্রতি আসরেই আকাশচুম্বী পারিশ্রমিকে দলটির হয়ে খেলে আসছেন 'ক্যাপ্টেন কুল'। ইতোমধ্যেই আইপিএল ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই রেকর্ডে ভাগ বসাতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
আইপিএল থেকে পারিশ্রমিক হিসেবে এখন পর্যন্ত ১৫২ কোটি রুপি আয় করেছেন মহেন্দ্র সিং ধোনি। এবারের আসরে অবশ্য পারিশ্রমিক কমিয়েছেন ক্যাপ্টেন কুল। নিলামের আগে তাকে দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। যেখানে তাদের প্রথম পছন্দ হিসেবে ধরে রাখা ভারতীয় অলরাউন্ডার পাবেন রবীন্দ্র জাদেজা।
[caption id="attachment_20272" align="aligncenter" width="640"] এমএস ধোনি (ছবিঃ ডিএনএ ইন্ডিয়া)[/caption]
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ কোটি রুপি করে পারিশ্রমিক পেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়লেও সর্বোচ্চ ১৫ কোটি রুপি দিয়ে ভারতীয় তারকাকে ধরে রেখেছে আরসিবি। ফলে আইপিএল থেকে তার আয় পৌঁছে যাবে ১৫৮ কোটি রুপিতে।
অন্যদিকে বিরাট কোহলির চেয়েও আয়ে এগিয়ে যেতে চলেছেন রোহিত শর্মা। আইপিএলের ১৫তম আসরের জন্য ১৬ কোটি রুপিতে ভারতীয় অধিনায়ককে অধিনায়ক হিসেবেই ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
[caption id="attachment_21133" align="aligncenter" width="1200"] রোহিত শর্মা (ছবিঃ আইপিএল/টুইটার)[/caption]
ফলে আগের ১৪৬ কোটি আয়ের সাথে এবারের ১৬ কোটি রুপি যোগে রোহিত শর্মার আয় যেয়ে দাড়াবে ১৬২ কোটি রুপিতে।
তবে, আগের ১৫২ কোটি রুপির সাথে এবারের ১২ কোটি রুপি যোগে ১৬৪ কোটি রুপি আয় নিয়ে এখনো আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তালিকায় সবার উপরেই থাকবেন মহেন্দ্র সিং ধোনি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.