শেষ হয়েছে কেপটাউন টেস্ট, ৭ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে সিরিজ শুরু করেও ইতিহাস গড়া হয়নি ভিরাট কোহলিদের, সিরিজ সমাপ্তি ঘটলেও থামছেই না ডিআরএস বিতর্ক।
টেস্টের তৃতীয় দিনে ডিন এলগারের লেগ-বিফোরকে কেন্দ্র করে ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিন্দ্রন অশ্বিনদের প্রতিক্রিয়া আলাদা ভাবে আলোচিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। বলা যায় কেপটাউনের ডিআরএস বিতর্ক নিয়ে দুই ভাগে বিভক্ত হলেও কোহলিদের প্রতিক্রিয়াকে কেউই ভালো ভাবে দেখছেন না।
ডিআরএস বিতর্কে কোহলিকে দোষী হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, প্রযুক্তি নিয়ে ভারতীয় অধিনায়ক মাঠে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এমন কি কোহলির এমন আচরণের কারণে আইসিসির কাছে শাস্তিও দাবী করেছেন তিনি।
[caption id="attachment_62430" align="aligncenter" width="600"] ছবি - সংগৃহীত[/caption]
ফক্স স্পোর্টসে অ্যাশেজ নিয়ে বিশ্লেষণের মাঝেই ডিআরএস বিতর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে মাইকেল ভন বলেন, “ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ভারতীয়দের আচরণ অসম্মানজনক ছিল। সিদ্ধান্ত আপনার অনুকূলে যেতে পারে আবার বিরুদ্ধেও যেতে পারে। ওরা ভেবেছিল ওদের অনুকূলেই যাবে সিদ্ধান্ত, যদিও তেমনটা হয়নি।”
কোহলিকে ক্রিকেটের কিংবদন্তি উল্লেখ করলেও সে এমন আচরণ করতে পারেন না বলেই মনে করেন মাইকেল ভন, এমন কি এরকম আচরণ করে পার পাওয়া যায় না বলেও জানিয়েছেন ইংলিশদের সাবেক এই অধিনায়ক।
ভন আরও বলেন, “বিরাট কোহলি ক্রিকেটের কিংবদন্তি। তবে তুমি কখনই এমন আচরণ করতে পারো না। টেস্ট ক্রিকেটের আসরে এমন আচরণ কখনই সঠিক নয়। ভারতীয় দলের বিরুদ্ধে আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত। কোহলি ও অশ্বিন যেরকম করেছে, স্ট্যাম্প মাইকে এমন সব কথা বলে পার পাওয়া যায় না।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.