আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে ৩ বাংলাদেশি, নেই ভারতীয় কোন ক্রিকেটার
নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২২, সকাল ৭:৫৭ সময়
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে টাইগারদের আধিপত্য
২০২১ সালে ওয়ানডেতে ক্রিকেটারদের পারফর্মেন্স বিশ্লেষণ করে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। ২ জন করে জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দলের।
৫০ ওভারের ক্রিকেটে গত হয়ে যাওয়া বছরটা দারুণ কেটেছে বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়েই ২০২১ সাল শুরু করেছিল বাংলাদেশ দল। ৩ ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালরা, যদিও পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়েছিল টাইগারদের।
পরের দুই সিরিজেও মিলেছে সাফল্য, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে সফরে গিয়ে ওয়ানডেতে ৩-০ তে সিরিজ জয়, ২০২১ সালে ৪ সিরিজ খেলে ৩টি জয়। এবছর খেলা ১২ ওয়ানডের ৮টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, সবগুলো ম্যাচই ছিল আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
সব মিলিয়ে ওয়ানডেতে বছরটা দুর্দান্তই কেটেছে বাংলাদেশের সেটা অকপটেই বলে দেওয়া যায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান করুণ হলেও ওয়ানডে সুপার লিগে অবস্থানটা উপরেই দিকেই, ৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ দল।
দলের দুর্দান্ত পারফর্মেন্সে উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররাও, ২০২১ সালে ওয়ানডের সেরা ১০ ব্যাটারের ৩ জনই বাংলাদেশের। সেরা ৫ বোলারের তালিকায়ও ২ জন আছেন টাইগারদের, বছর জুড়ে দুর্দান্ত পারফর্মেন্সে প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশেও। জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
[caption id="attachment_63164" align="aligncenter" width="1690"] আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে টাইগারদের আধিপত্য[/caption]
২০২১ সালে ৯ ওয়ানডে খেলেছেন সাকিব, ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২২৭ রান, ফিফটি দুইটি। বল হাতে আরও বেশি উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ৯ ম্যাচে ১৭.৫৩ গড়ে পেয়েছেন ১৭ উইকেট, ৫ উইকেট পেয়েছেন ১ বার।
সাকিবের সমপরিমান ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিমও, ১ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে করেছেন ৪০৭ রান। ২০২১ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে আছেন মুশফিক। তবে বল হাতে আরও উজ্জ্বল ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, এবছর তিনি ১০ ম্যাচে ২১.৫৬ গড়ে নিয়েছেন ১৮ উইকেট।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ:
পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সিমি সিং, ওয়েনিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও দুশমন্ত চামিরা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.