২০২১ সালটাকে টি-টোয়েন্টির বছরও বলা যেতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় দলগুলো এই ফর্মেটকেই সর্বোচ্চ বেশি গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ দল তাদের ইতিহাসে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গত হয়ে যাওয়া বছরটিতেই, সুযোগ পেয়ে দারুণ পারফর্মেন্সও দেখিয়েছেন মুস্তাফিজরা।
বছর জুড়ে বল হাতে স্লোয়ার আর কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, ইকোনমিকাল বোলিংয়ের পাশাপাশি নিয়েছেন উইকেটও। দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান, যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশের গুরুত্ব একটুই বেশিই, সেটাও আবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
[caption id="attachment_63066" align="aligncenter" width="1690"] আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ। ছবি - সংগৃহীত [/caption]
মুস্তাফিজুর রহমান ২০২১ সালে ২০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ১৭.৩৯ গড়ে পেয়েছেন ২৮ উইকেট। ইকোনমি ৭, ঘরের মাঠে দুই হট ফেবারিট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে ছিলেন বাঁহাতি এই পেসার।
আজ বিকেলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে, সর্বোচ্চ ৩ জন করে জায়গা পেয়েছেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ২ ও ১ জন করে জায়গা পেয়েছেন বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), এইডেন মারকারাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জস হ্যাজেলউড, ওয়েনিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.