আইসিসি বর্ষসেরা টেস্ট দলে ভারত-পাকিস্তানের জয়জয়কার
নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২২, দুপুর ১১:১৫ সময়
সম্পাদিত ছবি
গেল বছরের পারফরম্যান্স বিচারে তিন সংস্করণের বর্ষসেরা একাদশ ঘোষণা করছে আইসিসি। সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার ২০২১ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একাদশে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
তবে, একাদশে ভারত, পাকিস্তানের জয়জয়কার থাকলে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বর্ষসেরা টেস্ট একাদশের ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে এবং ভারতের রোহিত শর্মা। তিন নম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের বর্তমান 'নাম্বার ওয়ান' ব্যাটার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
বছর জুড়েই ব্যাট হাতে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে রানের ফোয়ারা ছুটিয়েছেন ইংলিশ দলপতি জো রুট। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের ৪ নম্বরে তাই অনুমেয়ভাবেই জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।
অধিনায়কত্ব দিয়ে পাঁচ নম্বরে রাখা হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। ছয়ে আছেন পাকিস্তানের 'প্রত্যাবর্তন নায়ক' ফাওয়াদ আলম। আর উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ভারতের ২৪ বছর বয়সী রিশাভ পান্ত।
২০২১ সালের বর্ষসেরা টেস্ট একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন গেল বছর স্পিনার হিসেবে সর্বাধিক উইকেটশিকারি ভারতে রবিচন্দ্রন অশ্বিন।
আর তিন পেসার হিসেবে নিউজিল্যান্ডের কাইল জেমিসনের সাথে একাদশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলী এবং শাহিন শাহ আফ্রিদি।
https://twitter.com/ICC/status/1484095895503355904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484095895503355904%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.icc-cricket.com%2Fnews%2F2455606