আফগানিস্তানের কোচ হওয়ার দৌড়ে পাকিস্তানের মিসবাহ-আজহার
নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২২, সকাল ৪:৪ সময়
মিসবাহ এবং আজহার (ছবিঃ ইন্টারনেট থেকে সম্পাদিত)
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে আচমকাই পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ উল হক। তবে ৪৭ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ফের একবার কোচ হিসেবে ফিরতে পারেন। তবে এবার পাকিস্তান নয়, তাকে দেখা যেতে পারে আফগানিস্তানের ডাগআউটে!
পাকিস্তানের স্বনামধন্য সংবাদমাধ্যম 'ক্রিকেট পাকিস্তান' এর প্রতিবেদনে অনুসারে আফগানিস্তানের পরবর্তী প্রধান কোচ হওয়ার দৌড়ে রয়েছেন মিসবাহ উল হক।
[caption id="attachment_15564" align="aligncenter" width="800"] মিসবাহ উল হক (ছবিঃ সাম্মা স্পোর্টস)[/caption]
মিসবাহর পাশাপাশি একই পদের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পাকিস্তানের আরেক সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদও। ইতোমধ্যে এই হেতুতে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তবে এখনো এ বিষয়ে কোনো সিন্ধান্তের কথা জানায়নি আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এসিবি।
উল্লেখ্য, দুই বছর আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার পর নতুন করে চুক্তি নবায়ন করেননি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার, ছেড়েছেন প্রধান কোচের চাকরি।
[caption id="attachment_63135" align="aligncenter" width="700"] আফগানিস্তানের প্রধান কোচ থাকাকালীন ল্যান্স ক্লুজনার (ছবিঃ ইন্টারনেট)[/caption]
২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ল্যান্স ক্লুজনার। তার অধীনে ৩টি টেস্ট খেলে ১টিতে জিতেছে রশিদ খানরা। এছাড়া প্রোটিয়া কিংবদন্তির কোচিংয়ে ৬টি ওয়ানডের মধ্যে ৩টি এবং ১৪টি টি-টোয়েন্টির মধ্যে ৯টিতেই জিতেছে আফগানিস্তান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.