ইংল্যান্ডে কোচ হতে চলেছেন পাকিস্তান কিংবদন্তি ইউনিস খান
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২২, সকাল ৯:২৩ সময়
ইউনিস খান (ছবিঃ ক্রিকেট পাকিস্তান)
২০০৭ সালে বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের স্বনামধন্য কাউন্টি দল ইয়র্কশায়ারে হয়ে মাঠ মাতিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার এবং সাবেক অধিনায়ক ইউনিস খান। এবার কাউন্টি দলটির কোচ হিসেবেও দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক তারকাকে।
সম্প্রতি কাউন্টি দলটির সাবেক অধিনায়ক রফিক আজমের আনা বর্ণ বৈষম্যের অভিযোগ প্রমাণিত হওয়া পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ। এ কান্ডে পদত্যাগ করেছেন টিম ম্যানেজমেন্টের বেশ কয়েকজন সদস্যও।
তাই নতুন করে কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে ইয়র্কশায়ার। স্বনামধন্য ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর অনুযায়ী বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসনের সাথে দক্ষিণ আফ্রিকার অ্যালেন ডোনাল্ড এবং ইউনিস খানকে কোচিং প্যানেল যুক্ত করতে চলেছে কাউন্টি দলটি।
যদিও সেই প্রতিবেদনে বলা হয়েছে ইয়র্কশায়ারের বর্তমান আর্থিক পরিস্থিতি অনুযায়ী ইউনিস খান, অ্যালেন ডোনাল্ডদের উচ্চ পারিশ্রমিকে কোচিং প্যানেলে যুক্ত করা বেশ আকস্মিক ক হবে।
[caption id="attachment_36200" align="aligncenter" width="768"] প্রাক্তন ব্যাটিং কোচ ইউনিস খানের সাথে বাবর আজম (ছবিঃ স্কোরলাইন)[/caption]
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইউনিস খান। তবে মেয়াদ শেষের আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে সরে দাড়িয়েছিলেন পাকিস্তান কিংবদন্তি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.