এই তথ্যচিত্র দেখলে আমাকে নিয়ে মানুষের ‘দৃষ্টিভঙ্গি ও ভাবনা’ বদলে যাবে: নেইমার
নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২২, দুপুর ১:৫৬ সময়
ছবিঃ ইন্টারনেট
ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমারকে নিয়ে ফুটবলবিশ্বে ভক্ত ও সমর্থকদের আগ্রহের কোন কমতি নেই। নানা উত্থান-পতনের মিশেলে বেশ নাটকীয়তায় ভরপুর এক জীবন পিএসজি এই তারকা ফরোয়ার্ডের। আর সেই জীবনের অজানা অনেক কথাই প্রকাশ্যে আনছে নেটফ্লিক্স।
আর মাত্র চার দিন পরই ২৯ বছর বয়সী এই তারকার জীবনী নিয়ে ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ নামে তিন পর্বের ডকুমেন্টারির প্রথম অংশটি সম্প্রচার করতে যাচ্ছে অনলাইন স্ট্রিমিং মাধ্যমটি। অবশ্য এর আগে ডকুমেন্টারির ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারও প্রকাশ করেছে নেটফ্লিক্স।
[caption id="attachment_63191" align="aligncenter" width="912"] ছবিঃ ইন্টারনেট[/caption]
যেখানে দেখা গেছে, নেইমারের সেই ছেলেবেলা থেকে তারকা হয়ে ওঠা ও ব্যক্তি জীবনের নানা বাঁকের গল্প। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে চোটে মাঝ পথে ছিটকে গিয়েছিলেন, ছিল সেই হতাশার গল্পও। প্রিয় সতীর্থদের মুখেও শোনা গেছে মাঠের নেইমার ও মাঠের বাইরের নেইমারের অজানা হরেক কাহিনী। যেখানে নেইমার সম্পর্কে বন্ধু মেসি, এমবাপে, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহ্যাম ও ডি মারিয়ার মতো বড় তারকারাও কথা বলেছেন।
২৪ শে জানুয়ারি নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ নামে ডকুমেন্টারির তিন পর্বের প্রথম অংশটি সম্প্রচার করবে নেটফ্লিক্স। তার আগে এই বিষয়ে ইএসপিএন- এর সাথে দীর্ঘ আলাপচারিতায় কথা বলেছে নেইমার। নেটফ্লিক্সে নিজের জীবনী নিয়ে বানানো তথ্যচিত্র নিয়ে বেশকিছু আগাম তথ্যেও দিয়েছেন তিনি। জানালেন, এ তথ্যচিত্র দেখলে তাঁর সম্পর্কের অনেকেরই ভাবনা ও দৃষ্টিভঙ্গি বদলে যাবে। নেইমার বলেন,
“যারা জানে আমি কে, কেমন-সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যারা আমাকে জানে না এবং আমাকে নিয়ে কেবল বাজে কথা বলে, আমি তাদেরকে পাত্তা দেই না।”
“আশা করি, এরপরও লোকে এই ডকুমেন্টরি দেখবে এবং আমাকে তারা যে দৃষ্টিতে দেখে, ভাবে, এই তথ্যচিত্র তাদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা বদলে দিতে পারে। আমার আশা, এরপর তারা আমাকে পছন্দ করতে শিখবে। এমনকি অল্প হলেও!”
নেটফ্লিক্সের এই তথ্যচিত্র নেইমারের দৈনন্দিন জীবন কেমন জানা যাবে। একজন বাবা, সন্তান ও পিতা হিসেবে নেইমার কেমন তার সত্যিকার তথ্য তুলে ধরা হয়েছে।
“সত্যিই খুব কম সংখ্যক মানুষ জানে, আমি আসলে কেমন। শুধু আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার পরিবার ও কিছু সতীর্থ সেটা জানে এবং এখন আমার মনে হয়, আমার জীবনের কিছুটা অংশ আমি দেখাতে পারি; আমার প্রতিদিনের জীবন, কাজ, বাড়িতে আমি কেমন, একজন বাবা, সন্তান, ভাই হিসেবে কেমন। আশা করি, এই ডকুমেন্টরি মানুষকে সেই দিকগুলো দেখাবে।”
“এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করেছি। শতভাগ সত্যি দেখাচ্ছি আমরা এবং এটাই গুরুত্বপূর্ণ।”
https://twitter.com/neymarjr/status/1480909706973650947?t=OEUjh2NjYS8qta48NgZbqw&s=19
ইএসপিএনের সাথে দীর্ঘ আলাপচারিতায় নেইমার কথা বলেছেন তথ্যচিত্রটির ‘ দ্য পারফেক্ট ক্যাওস’ নামকরণ নিয়েও। এই বিষয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন,
“ডকুমেন্টরির এই নাম দেওয়া হয়েছে, কেননা সবসময় আমার জীবনটাই ছিল এরকম। ছয় মাস বয়সে আমি বাবা-মায়ের সঙ্গে দুর্ঘটনায় পড়েছিলাম এবং তখন থেকেই বিশৃঙ্খলার শুরু। আমার কিছু হয়নি তখন।”
“এরপর ফুটবলার হলাম। অবশ্যই খুব সুন্দর সব মুহূর্ত পেলাম, কিন্তু এখনও আমার জীবনে অনেক কাণ্ড ঘটে।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.