মাত্র ১২ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার তিন ব্যাটার ডেভিড ওয়ার্নার, উসমান খাজা এবং স্টিভ স্মিথকে সাজঘরে ফিরিয়ে চলতি অ্যাশেজের পঞ্চম এবং শেষ টেস্টে স্বপ্নের মতো শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু ট্রাভিস হেডের সেঞ্চুরি এবং ক্যামেরন গ্রিনের ফিফটিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ফের একবার সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরাই।
হোবার্টের গোলাপি বলের দিবারাত্রির টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২৪১ রান। প্রথম দিনের প্রথম সেশনে ছিল ইংলিশ পেসারদের দাপট আর শেষটুকু বৃষ্টির। তবে দ্বিতীয় সেশনটা রাজত্ব করে দিনটা অস্ট্রেলিয়ার নামেই লিখে নিয়েছেন ট্রাভিস হেড এবং ক্যামেরন গ্রিন।
করোনা থেকে ফিরেই চলতি অ্যাশেজের প্রথম টেস্টের পর পঞ্চম টেস্টেও ফের একবার দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। যেখানে প্রথমে লাবুসেনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন তিনি, পরবর্তীতে ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে দিয়েছেন রানের যোগান।
[caption id="attachment_62477" align="aligncenter" width="680"] ট্রাভিস হেড (ছবিঃ আইসিসি/ টুইটার)[/caption]
শুক্রবার ১১২ বলে ১২ চারের সহায়তায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন ট্রাভিস হেড। তবে সেঞ্চুরির পর অবশ্য একদমই থিতু হতে পারেনি এই অজি ব্যাটার, পরের বলেই ফিরেছেন ক্রিস ওকসের শিকার হয়ে। আর ১০৯ বলে ৭৪ রান করে আউট হয়েছেন ক্রিস গ্রিন, যেখানে ৮টি চার এসেছে তার ব্যাট থেকে।
অথচ এদিন দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২২ বল মোকাবিলায় '০' রানে ফিরেন ডেভিড ওয়ার্নার। যা কিনা অজি ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বলে ডাক মারার রেকর্ড। প্রোমোশন পেয়ে ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন আগের টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো উসমান খাজা, ফিরেছেন ২৬ বলে মাত্র ৬ রানে।
ওয়ার্নারের মতো রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন স্টিভ স্মিথও, রবিসনের শিকার হয়ে ২ বলে ডাক মেরে ফিরেছেন সাজঘরে। তবে এরপর ৭১ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দিয়েছিলেন মার্নাস লাবুসেন এবং ট্রাভিস হেড। ৪৪ রান করে টেস্টের 'নাম্বার ১' লাবুসেন আউট হলেও, অবিচল ছিলেন হেড। পঞ্চম উইকেট জুটিতে ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে ১২১ রানের দূর্দান্ত জুটি গড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৪১/৬ (৫৯.৩ ওভার); হেড ১০১, গ্রিন ৭৪, লাবুসেন ৪৪;
রবিনসন ২/২৪, ব্রড ২/৪৮
** প্রথম দিন শেষে
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.