জ্যামাইকাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে আয়ারল্যান্ড। আর এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারত, ওয়েস্ট ইন্ডিজকে টপকে চার নম্বরে উঠে এসেছে আইরিশরা।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সর্বপ্রথম একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কীর্তি গড়েছিল আয়ারল্যান্ড। দীর্ঘ ৭ বছর পর ফের একবার ক্যারিবিয়ানদের পড়াজয়ের গ্লানিতে ডুবিয়ে জয়ের উল্লাসে মেতেছে আইরিশরা।
বৃহস্পতিবার কিংস্টনের সাবিনা পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১১ রানেই ৭ উইকেট হারিয়ে বসে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে, লোয়ারঅর্ডারে রোমারিও শেফার্ডের ৭ চারে ৪১ বলে ৫০ রান এবং ওডেন স্মিথের মাত্র ১৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসে ২২৯ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা।
[caption id="attachment_62457" align="aligncenter" width="679"] ছবিঃ আইসিসি/ টুইটার[/caption]
তবে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময় বাগড়া দেয় বৃষ্টি এবং যার দরুন শেষ পর্যন্ত ডার্ক লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান। যা হ্যারি ট্যাক্টরের হার না মানা ৫৪ (৭৫), অ্যান্ডি ম্যাকব্রাইনের ৩৫ (৪৫), পোটারফিল্ডের ২৬ (২৯) রানের উপর ভর করে ৩২.৩ ওভারেও ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে আয়ারল্যান্ড।
ব্যাট হাতে ৪ চার এবং ১ ছয়ের সহায়তায় ৩৫ রান করা ম্যাকব্রাইন, বল হাতেও ১০ ওভারে ২ মেইডেন সহ মাত্র ৩৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। যার পুরুস্কার স্বরুপ 'প্লেয়ার অব দ্য ম্যাচ' হয়েছেন এই আইরিশ অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোরঃ (টস- আয়ারল্যান্ড)
ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/১০ (৪৮ ওভার)
শেফার্ড ৫০, স্মিথ ৪৬, ব্রুকস ৪৩;
ম্যাকব্রাইন ৪/৩৬, ইয়ং ৩/৪২, লিটল ২/৪০
আয়ারল্যান্ড: ১৬৮/৫ (৩২.২ ওভার)
টেক্টর ৫৪*, ম্যাকব্রাইন ৩৫, পোর্টারফিল্ড ২৬, স্টার্লিং ৩৫;
আকিল ২/৫১
ফলাফলঃ বৃষ্টি আইনে আয়ারল্যান্ড ৫ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচঃ অ্যান্ডি ম্যাকব্রাইন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.