কায়সার ও বিপ্লবকে ফুটবলারদের 'স্কাউট' করার দায়িত্ব দিয়েছেন ক্যাবরেরা
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২২, দুপুর ১১:৫ সময়
বাফুফে ভবনে তিন কোচ।
১১ মাসের জন্য বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় দলে তার সহকারী হিসেবে পাচ্ছেন বাংলাদেশি কোচ মাসুদ কায়সার ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যকে। দুই সহকারীকে আসন্ন প্রিমিয়ার লিগে ফুটবলারদের ঠিকঠাক স্কাউটি করার দায়িত্ব দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রথমবারের মত সহকারী কোচ মাসুদ কায়সার ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যের সঙ্গে দেখা করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় দলের দুই সহকারী কোচের সঙ্গে প্রথম দেখাতেই আনন্দিত ক্যাবরেরা। মাসুদ কায়সার ও বিপ্লব ভট্টাচার্য দেশের ফুটবলের পরিচিত মুখ। ক্যাবরেরা ইতোমধ্যে সেটা জেনে গেছেন। তাই তো বললেন,
"তাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। তারা নিজস্ব দিক থেকে অনেক অভিজ্ঞ। তারা দেশের ফুটবলার এবং ক্লাব ফুটবলকে ভালো করেই জানে।"
প্রথম দেখা তাই পরিচিত পর্বটা একটু ঘটা করেই হয়েছে তিন কোচের মধ্যে। প্রথম দেখায় একে অপরকে চিনে নেওয়া এবং নিজেদের কাজ কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ক্যাবরেরা। আপাতত জাতীয় দলের খেলা নেই তাই ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে ফুটবলারদের ঠিক ঠাক স্কাউট করাই মূল কাজ বলে জানান এই স্প্যানিশ কোচ। যাতে জাতীয় দলে জন্য ফুটবলার ডাকা তার জন্য সহজ হবে।
"প্রথম দেখায় সবাই নিজেদের পরিচয় তুলে ধরেছি। নিজেদের কিছু মতামত বলেছি যে কিভাবে উন্নতি করবো। আমি তাদেরকে বুঝিয়েছি যে আমরা একসাথে কাজ করবো। তাদেরকে (কায়সার ও বিপ্লব) কিছু কাজ দিয়েছি। উল্লেখযোগ্য কাজ হলো, প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের ঠিকঠাক স্কাউট করা।"
বাফুফে ভবনে প্রথম দিনের আলোচনায় স্কাউটিং নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা, এমনটা জানালেন সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া মাসুদ কায়সার। "স্কাউটিং নিয়ে একটা ধারণা দিয়েছে। মূলত সব খেলোয়াড়দের মাঝ থেকে একটা বিশেষ ততথ্য-উপাত্ত চাচ্ছে। সেটা আমরা তাকে জানাবো। সেখান থেকে সে (ক্যাবরেরা) একটা ধারণা নিয়ে ম্যাচগুলো দেখবে। যাতে খেলোয়াড়দের ব্যক্তিগত প্রোফাইলটা বুঝতে পারে।"
গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবকে ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েও ভাবতে চান তিনি। প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে আলাপচারিতার পর বিপ্লব বলেন, "অতীতে কি হয়েছে তা ভুলে যেতে হবে। আমরা পারফরম্যান্স দেখব। সামনে কি হবে তা দেখতে হবে। কারণ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগাবো। আমরা শুধু আগের ফুটবলারদের নিয়েই ভাববো না, ভবিষ্যতে কারা জাতীয় দলে আসবে তাদের নিয়ে ভাবতে চাই।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.