ইমরুল কায়েস এবং তানজিদ তামিম (ইন্টারনেট থেকে সম্পাদিত)
২০১৯ সালে বিপিএলের সর্বশেষ আসরে ইমরুল কায়েসের নেতৃত্বেই শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন আসরেও কায়েসের উপরেই আস্থা রাখছে ফ্যাঞ্জাইজিটি, বাঁহাতি ব্যাটারের কাঁধেই থাকছে অধিনায়কের গুরু দায়িত্ব।
পঞ্চপাণ্ডবের কাউকে এবার দলে ভেড়ায়নি বিপিএলের অন্যতম সফল ফ্যাঞ্জাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিশ্ব ক্রিকেটের তিন বড় তারকা দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের মঈন আলী এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনদের সাথে দেশের ক্রিকেটের বড় নাম লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের নিয়েই শক্তিশালী দল গড়েছে কুমিল্লা।
তবে, এতো তারকার ভিড়ে ইমরুল কায়েসকেই ফের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই তো তারকাবহুল ফ্যাঞ্জাইজিটি বাঁহাতি ব্যাটারের নেতৃত্বেই হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে থাকবে।
[caption id="attachment_29389" align="aligncenter" width="720"] ইমরুল কায়েস (ছবিঃ ফেসবুক)[/caption]
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডঃ
ইমরুল কায়েস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশান থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত।
শেষ মুহুর্তে খুলনা টাইগার্সে 'জুনিয়র' তামিমঃ
অন্যদিকে আসর শুরুর মাত্র ২ দিন আগে দলে পেলেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
প্রসঙ্গত ড্রাফট নাম লিখিয়েও অবিক্রীত ছিলেন তানজিদ হাসান তামিম। তবে শেষ পর্যন্ত তাকে দলে টেনে চমক দেখালো এবারের ড্রাফটে সবচেয়ে কম টাকা খরচ করা খুলনা টাইগার্স।
খুলনা টাইগার্সের স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, তানজিদ হাসান তামিম।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.